ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

প্রস্রাবের সময় রক্ত গেলে কী করবেন?

প্রকাশিত: ১১:৩০, ১৪ এপ্রিল ২০২৫; আপডেট: ১২:২০, ১৪ এপ্রিল ২০২৫

প্রস্রাবের সময় রক্ত গেলে কী করবেন?

ছবি: সংগৃহীত

বিশেষজ্ঞরা প্রস্রাবের সাথে রক্ত ঝরাকে তিনটি ভাগে ভাগ করেন। এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক হলো:

শুরু থেকে শেষ পর্যন্ত রক্ত ঝরা

প্রস্রাবের শুরু থেকে শেষ পর্যন্ত রক্ত যায় এবং প্রস্রাব একেবারে লাল বর্ণের হয়। এটি সাধারণত ব্যাথাহীন হয়। এই লক্ষণের ক্ষেত্রে একটিই সম্ভাবনা হতে পারে, তা হলো মূত্রথলির টিউমার বা ক্যান্সার।

যদিও অন্যান্য পরীক্ষাও করা হয় ক্যান্সার নিশ্চিত হওয়ার জন্য। এর মধ্যে একটি হলো সিস্টোস্কপি। এতে রোগীকে অজ্ঞান করতে হয়না, হাসপাতালে ভর্তিও হতে হয় না। এটি একটি নমনীয় তারের মাধ্যমে করা হয়। যার মাথায় টেলিস্কোপ লাগানো থাকে। এই টেলিস্কোপের ছবি টেলিভিশনে রোগী ও ডাক্তার দেখতে পায়। এতে রোগীকে তার শারীরিক অবস্থা বোঝানো সহজ হয় যে তার মূত্রথলিতে টিউমার হয়েছে।

তারপর বায়োপসির মাধ্যমে তা ক্যান্সার কি না তা জানা যায়। রোগীর মূত্রথলিতে যদি ১-২ টি টিউমার থাকে তাহলে ১৫-২০ মিনিটেই অপারেশন সম্পন্ন হয়ে যায়।

তাই এইসব লক্ষণ দেখা দিলে যত দ্রুত সম্ভব ইউরোলজিস্টের সাথে যোগাযোগ করতে হবে। অবহেলা করলে টিউমারের শিকড় গভীরে চলে যায় এবং চিকিৎসা পদ্ধতি আরো জটিল ও ব্যয়বহুল হয়।

সূত্র: https://www.facebook.com/share/v/1BPiCcKQdq/

মায়মুনা

×