ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

প্যানিক অ্যাটাক কেন হয়? জানেন কি?

প্রকাশিত: ২১:২৫, ১৩ এপ্রিল ২০২৫; আপডেট: ২১:২৯, ১৩ এপ্রিল ২০২৫

প্যানিক অ্যাটাক কেন হয়? জানেন কি?

ছবিঃ সংগৃহীত

প্যানিক অ্যাটাক এমন একটি দুশ্চিন্তাজনিত রোগ, যাতে আক্রান্ত হলে কোনো ব্যক্তির মধ্যে এক ধরনের ভয় কাজ করতে থাকে। বিশেষ করে মানসিকভাবে দুর্বল ব্যক্তিরাই এই রোগটিতে বেশি ভুগে থাকে। এতে করে সে মনে করতে থাকে, এখনই বোধহয় মারা যাবে। এ সময় তার বুক ধড়ফড় করতে থাকে, চাপ অনুভূত হয়। অনেক সময় শ্বাস-প্রশ্বাস বেড়ে যায়, এমনকি শ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হয়। 

প্যানিক অ্যাটাক শারীরিক কোনো রোগ নয়। এটা পুরোপুরি একটি মানসিক রোগ। কেউ মানসিকভাবে প্রচণ্ড দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেই এই ধরনের সমস্যার সম্মুখীন হয়। কারণ এ সময় রোগীকে হাসপাতালে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হলে কোনো ধরনের শারীরিক সমস্যা বা রোগ ধরা পড়ে না বলে জানান বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, এ রোগের চিকিৎসা যথাযথভাবে করা হলে প্রায় পঞ্চাশ শতাংশ রোগী সুস্থ হয়ে যেতে পারেন। তবে এ রোগের চিকিৎসা মূলত কৌশল নির্ভর। এক্ষেত্রে শুরুতেই রোগীকে বিশ্বাস করানো জরুরি যে তার সাথে খারাপ কিছু ঘটবে না। এর পাশাপাশি রোগীকে রিল্যাক্সেশন বা ব্রিথিং ট্রিটমেন্টও করানো যেতে পারে।

সূত্রঃ https://www.facebook.com/watch/?v=1080670560491715

আরশি

×