ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

গর্ভবতী মহিলাদের পাইলস কেন হয়? করণীয় কী?

প্রকাশিত: ১০:৩৬, ১১ এপ্রিল ২০২৫

গর্ভবতী মহিলাদের পাইলস কেন হয়? করণীয় কী?

ছবি: সংগৃহীত

গর্ভবতী মহিলাদের শরীরে একইসাথে অনেক ধরনের পরিবর্তন আসে। এসব পরিবর্তন একে অপরের সাথে সম্পর্কিত। পরিবর্তনগুলোর মাঝে ভারসাম্য না হলে দেখা দেয় নানা জটিলতা। তেমনই একটি জটিলতা হলো পাইলস। এর দুইটি কারণ হতে পারে:

১. গর্ভবতী মহিলাদের বাচ্চার সাথে সাথে জড়ায়ু বড় হতে থাকে। ফলে পেটের শিরাগুলো, যেগুলো হার্টে রক্ত পরিবহন করে সেগুলোতে একটা চাপ পড়ে। এ কারণে অনেকসময় রোগী পায়খানায় গেলে ফিনকি দিয়ে রক্ত আসে।

২. গর্ভবতী অবস্থায় অনেক হরমোন শরীরে বেশি উৎপন্ন হয়। এ কারণে শরীরের নিচের অংশে যে তিনটি মূল শিরা থাকে সেগুলো ফুলে যায়। শুধুমাত্র পায়খানার চাপ হওয়ার সময় এগুলো বেশি মাত্রায় ফুলে যায়। আর তখনই পাইলস হয় এবং রক্ত পড়ে।

সাধারণত প্রসবের পর এই সমস্যাগুলো থাকে না। কারণ তখন হরমোন উৎপাদন স্বাভাবিক হয়ে যায়। কিন্তু কারো যদি প্রসবের পরেও এই ধরনের সমস্যা থেকে যায়, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।

গর্ভবতী অবস্থায় এসব সমস্যা যেন না হয় সেজন্য আগে থেকে কিছু সতর্কতা অবলম্বন করা যেতে পারে। যেমন:

১. ফাইবার যুক্ত শাক সবজি বেশি খাওয়া।

২. নিয়মিত হাঁটাচলা করা।

৩. খাবারে অনিয়ম না করা।

সূত্র: https://www.facebook.com/share/v/1ATzUGHYbh/

মায়মুনা

×