ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

নীরবে হার্ট অ্যাটাক হলে যেভাবে বুঝবেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:৫৭, ৫ এপ্রিল ২০২৫; আপডেট: ১১:৩৮, ৫ এপ্রিল ২০২৫

নীরবে হার্ট অ্যাটাক হলে যেভাবে বুঝবেন

হার্ট অ্যাটাকের প্রধান লক্ষণ, হঠাৎ বুকে ব্যথা। বুকের ঠিক মাঝখানে এ ব্যথাকে মনে হয় কেউ যেন বুক চেপে ধরেছে। অনেক সময় ভারী বা পাথরচাপার মতো মনে হয়। হার্ট অ্যাটাকের ব্যথা বিশ্রামেও কমে না। সময়ের সঙ্গে তীব্রতা বাড়তে থাকে। সঙ্গে শরীর ঘামা, বমি বা বমিভাব হতে পারে।

নীরব হার্ট অ্যাটাকের ভিন্ন উপসর্গ

১। হার্ট অ্যাটাকে সচরাচর যেমন বুকব্যথা হয়, নীরব হার্ট অ্যাটাকে তা না হলেও ভিন্ন ধরনের উপসর্গ দেখা দিতে পারে। যেমন: ব্যথা হতে পারে হাত বা চোয়াল, কাঁধ বা পিঠের ওপর দিকে।

২। গ্যাস্ট্রিকের সমস্যার মতো লক্ষণ, যেমন: পেটের উপরিভাগে ব্যথা বা অস্বস্তি, বমিভাব, বমি ও বদহজম দেখা দিতে পারে।

৩। দেখা দিতে পারে হঠাৎ শ্বাসকষ্ট, অস্বাভাবিক ক্লান্তি, রক্তচাপ কমে যাওয়া, অত্যধিক শরীর ঘামা, মাথা ঝিমঝিম করা, মাথা ঘোরা বা মাথায় হালকা বোধ করার মতো লক্ষণ।

মুমু

×