ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ক্যান্সার চিকিৎসার পথপ্রদর্শক যে মুসলিম বিজ্ঞানী

প্রকাশিত: ১০:৩১, ৩ এপ্রিল ২০২৫

ক্যান্সার চিকিৎসার পথপ্রদর্শক যে মুসলিম বিজ্ঞানী

ছবি: সংগৃহীত

ক্যান্সার চিকিৎসার অন্যতম প্রধান পদ্ধতি কেমোথেরাপি। আধুনিক চিকিৎসাবিজ্ঞানে এর ব্যাপক ব্যবহার হলেও, এর ভিত্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মুসলিম বিজ্ঞানী ইবনে বাইতার। ১৩শ শতকের এই বিখ্যাত উদ্ভিদবিদ ও ফার্মাসিস্ট ক্যান্সার চিকিৎসায় ভেষজ ও রাসায়নিক উপাদানের ব্যবহার নিয়ে গবেষণা করেছিলেন, যা পরবর্তীতে কেমোথেরাপির ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে প্রমাণিত হয়েছে।

ইবনে বাইতার তার গ্রন্থ "কিতাব আল-জামি ফি আল-আদভিয়া আল-মুফরাদা"-তে প্রায় ৩০০০ প্রাকৃতিক ওষুধের বিবরণ দিয়েছেন, যার অনেকগুলো আজও ওষুধ শিল্পে ব্যবহৃত হয়। তিনি এমন কিছু উদ্ভিদ ও রাসায়নিক উপাদান চিহ্নিত করেন, যা ক্যান্সার কোষের বৃদ্ধিকে ধীর করে দিতে পারে।

কেমোথেরাপির পূর্বসূরি ধারণা

 ক্যান্সার কোষ ধ্বংসে উদ্ভিজ্জ ও রাসায়নিক উপাদান ব্যবহারের ধারণা দেন।
 ভেষজ ওষুধের মাধ্যমে টিউমার কমানোর বিভিন্ন পদ্ধতি নিয়ে গবেষণা করেন।
 আধুনিক ফার্মাসিউটিক্যাল গবেষণার ভিত্তি স্থাপন করেন।

ইবনে বাইতারের উত্তরাধিকার

তার গবেষণা ও আবিষ্কার পরবর্তী সময়ে ইউরোপীয় বিজ্ঞানীদের জন্য পথপ্রদর্শক হয়েছিল। কেমোথেরাপির বিকাশের অনেক আগেই তিনি ভেষজ চিকিৎসার মাধ্যমে ক্যান্সার নিরাময়ের দিকনির্দেশনা দিয়েছিলেন।

 

ইবনে বাইতার ছিলেন চিকিৎসাবিজ্ঞানের এক অনন্য পথিকৃৎ। তার গবেষণা আধুনিক চিকিৎসাবিজ্ঞানে কেমোথেরাপির উন্নয়নের অন্যতম ভিত্তি হয়ে আছে।
 

কানন

×