
ছবি: সংগৃহীত
শিশুর যখন পেটে কৃমি হয় তখন শিশুরা বুঝতে পারে না, বলতেও পারে না। এসময় শিশুদের মাঝে কিছু লক্ষণ ও আচরণ দেখা যায়। এগুলো হলো:
১. শিশু অনেক রাগী হয়ে যায়, মেজাজ খিটখিটে হয়ে। রাতে ঘুমানোর সময় সবচেয়ে বেশি সমস্যা হয়। তখন তারা থুথু দেয় বা কামড় দেওয়ার চেষ্টা করে।
২. কৃমির কারণে রক্তশূন্যতা দেখা দিতে পারে। ফলে চেহারা ফ্যাকাশে হয়ে যায়।
৩. পেট অস্বাভাবিকভাবে ফুলে যেতে পারে। ফাঁপা থাকে অনেকসময়।
৪. শিশুকে দেখতে রুগ্ন লাগে।
৫. খাবারে অরুচি ও বমি বমি ভাব হতে পারে।
এসব লক্ষণ দেখলেই বুঝতে হবে শিশুর পেটে কৃমি হয়েছে। তখন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করতে হবে।
মায়মুনা