
ছবি: সংগৃহীত
কোমরে ব্যাথা হলেই কিডনির সমস্যা ভেবে ঘাবড়ে যাবেন না। কোমড়ের একটু ওপরে এবং পেছনের দিকে ব্যাথা করলে বুঝতে হবে যে এটি কিডনি থেকে হচ্ছে। এই ব্যাথাটি খুব তীব্র না হয়ে মৃদু হয়।
যদি মুত্রথলিতে কোনো সমস্যা হয়, তখন ব্যাথা টা বেশি হয়। রোগী সহ্য করতে পারেন না অনেক সময়। ইনজেকশন দিতে হতে পারে। এসময় ব্যাথায় আমিও হয়ে যেতে পারে।
মুত্রনালির সমস্যার কিছু প্রভাব পড়বে ব্লাডারে। স্টোন বা টিউমার থাকলে রক্ত আসে। আর যদি সিস্ট হয়, তখন কিডনির আকৃতি বেড়ে যায়। এসময় ব্যাথায় থাকে মৃদু। এসময় মূত্রের সাথে রক্ত আস্তে পারে।
তবে, হঠাৎ করে ইনফেকশনটা কিডনিতে চলে গেলে তখন একটা সার্বক্ষণিক ও তীব্র ব্যথা হয়।
সহজভাবে বলা যায়,
১. কোমরের ব্যাথা হয় নিচে, আর কিডনির ব্যাথা হয় তার একটু উপরে।
২. কোমরের ব্যাথার মতো কিডনির ব্যাথায় নড়াচড়ার সাথে সম্পর্ক নেই। অর্থাৎ নড়াচড়া করলে কমে বাড়ে না।
৩. কোমরের ব্যাথা হয় তীব্র, অসহ্য। কিন্তু কিডনির ব্যাথা সাধারণ মৃদু ও দীর্ঘস্থায়ী।
কোমরে ব্যাথা ও কিডনির ব্যাথা আলাদা হলেও কিছু প্রভাব থাকে। দিনের পর দিন কোমরে ব্যাথার কারণে ব্যাথানাশক খেলে এর প্রভাব পড়ে কিডনির উপর।
মায়মুনা