ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

কিডনি সমস্যার ৭ টি গুরুত্বপূর্ণ লক্ষণ

প্রকাশিত: ১৩:২৪, ৩০ মার্চ ২০২৫; আপডেট: ১৪:৩৫, ৩০ মার্চ ২০২৫

কিডনি সমস্যার ৭ টি গুরুত্বপূর্ণ লক্ষণ

ছবি: সংগৃহীত

বিশ্বের প্রতি ১০ জন লোকের মধ্যে ১ জন কিডনি রোগে ভুগে থাকেন। আর এই রোগীদের অনেকেই জানেন না তারা কিডনি রোগে আক্রান্ত কি না। যখন তারা জানতে পারে, তখন অনেক দেরি হয়ে যায়।

কিডনি সমস্যার লক্ষণ:

১. প্রস্রাবের সমস্যা: প্রস্রাব কম হবে। কিডনির মূল কাজই হলো শরীরের বর্জ্য পদার্থগুলো প্রস্রাবের মাধ্যমে বের করে দেওয়া। ফলে কিডনি দুর্বল বা আক্রান্ত হলে প্রস্রাব কম হবে, দুর্গন্ধ হবে এবং লালচে রং হতে পারে।

২. রক্তশূন্যতা: কিডনির একটি হরমোন হলো এরিথ্রোপয়েটিন। এরিথ্রোপয়েটিন হরমোনটি শরীরে রক্ত উৎপাদন করে। কিডনি দুর্বল হয়ে গেলে এই হরমোন পর্যাপ্ত রক্ত উৎপাদন করতে পারে না। এর ফলে শরীরে রক্তশূন্যতা দেখা দেয়।

৩. ক্লান্তি বোধ: রক্ত উৎপাদন কমে যাওয়ায় শরীরে ক্লান্তি অনুভব হবে। প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে রক্ত সরবরাহ ঠিক না থাকলে তাদের কার্যক্ষমতা কমে দুর্বল বোধ হয়।

৪. শ্বাসকষ্ট: প্রস্রাব কমে যাওয়ায় শরীরের বর্জ্য পদার্থগুলো বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়বে‌। যখন এগুলো ফুসফুস যাবে তখন শ্বাসকষ্ট দেখা দিবে।

৫. চোখ ও হাত-পা ফুলে যাবে: জমা বর্জ্য পদার্থগুলো শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে ফুলে যায়।

৬. হঠাৎ উচ্চরক্তচাপ: এই প্রেসার টা ওষুধ খেয়েও কমানো যায় না।

৭. চুলকানি: শরীর প্রচন্ড চুলকাবে। বর্জ্য পদার্থগুলো যেহেতু শরীরে জমা থাকবে তাই ইরিটেশন হবে, অর্থাৎ চুলকাবে। চুলকাতে চুলকাতে চামড়া তুলে ফেলার অবস্থা হয়।

এসব লক্ষণের বেশিরভাগই যদি কারো থাকে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া ও পরীক্ষা করা উচিত।

সুত্র: https://youtu.be/v5KaJbgpVx0?si=apxzwL--wDCTBITC

মায়মুনা

×