ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের লক্ষণ: কখন চিকিৎসকের কাছে যাবেন?

প্রকাশিত: ০৩:৪৫, ২৯ মার্চ ২০২৫

নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের লক্ষণ: কখন চিকিৎসকের কাছে যাবেন?

ছবি: সংগৃহীত

সাবধানিক স্নায়ু বিকার (Neurological Disorder) মস্তিষ্ক, মেদুলা ও স্নায়ুতন্ত্রের কার্যক্রমে প্রভাব ফেলে। বিশ্বব্যাপী কোটি কোটি মানুষ এ ধরনের স্নায়ুজনিত সমস্যার শিকার, যার মধ্যে আলঝেইমার, পারকিনসন, মাল্টিপল স্ক্লেরোসিস, মৃগী রোগ (ইপিলেপসি) ও স্ট্রোক অন্যতম।

স্নায়ু বিকারের প্রাথমিক লক্ষণগুলো স্পষ্ট নাও হতে পারে এবং সময়ের সঙ্গে তা আরও প্রকট হতে পারে। তবে দ্রুত চিকিৎসা গ্রহণ করলে জটিলতা এড়ানো সম্ভব।

প্রাথমিক লক্ষণসমূহ

* ঘন ঘন মাথাব্যথা বা তীব্র মাথা ঝিমঝিম করা।

* হাত-পা অসাড় হয়ে আসা বা অবশ অনুভব করা।

* স্মৃতিশক্তি হ্রাস পাওয়া ও বিভ্রান্তি তৈরি হওয়া।

* শরীরের ভারসাম্য ও চলাফেরায় সমস্যা।

* অজান্তে শরীর কাঁপা বা অনিয়ন্ত্রিত সঞ্চালন।

* দৃষ্টির সমস্যা বা ঝাপসা দেখা।

* স্পষ্টভাবে কথা বলতে অসুবিধা হওয়া।

* আচরণ ও মানসিক অবস্থার পরিবর্তন।

* অতিরিক্ত ক্লান্তি বা ঘুমের সমস্যা।

* হঠাৎ মাংসপেশির দুর্বলতা বা অবসাদ অনুভূত হওয়া।

যদি এসব লক্ষণ দেখা দেয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সঠিক সময়ে চিকিৎসা নিলে সুস্থ থাকার সম্ভাবনা বৃদ্ধি পায়।

আসিফ

×