
স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ড: সায়েবা আক্তার
স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ড: সায়েবা আক্তার বলেন, রমজানে গর্ভবতী মায়েরা রোজা রাখলে পেটে সন্তানের প্রভাব পড়ে তা কিন্তু না। কিন্তু রোজা রাখা ফরজ নয়। চাইলে গর্ভবতী মায়েরা রোজা রাখতে পারে। শুধু রমজানে না, সব সময় গর্ভবতী মায়েরা রোজা রাখতে পারে।
তিনি বলেন, গর্ভাবস্থায় সাধারণত ক্যালসিয়াম, আয়রন বা যাদের অন্যান্য ভিটামিনের অভাব আছে। তাদের আমরা ঐসকল ভিটামিন ট্যাবলেট বা খাবার খেতে বলি।
তিনি আরও বলেন, রমজানে যে ঔষধটা সকালে খাওয়ার পরামর্শ দিতাম? সেটা রোজার সময় সেহরিতে খাওয়ার পরামর্শ দিয়ে থাকি। আবার দিনে বেলা যে ঔষধ খাওয়ার কথা সেটি ইফতারের পর খাওয়ার পরামর্শ দিয়ে থাকি। যা শরীর ও বাচ্চার উপরে কোন প্রভাব পড়বে না।
ডঃ সায়েবা আক্তার বলেন, রোজা রাখা না রাখা সম্পূর্ণ গর্ভবতী মায়ের শরীরের উপর নির্ভর করবে। কারণ রোজা রাখলে যদি তার শরীর ক্লান্ত অনুভূত হয়। তাহলে সে রোজা না রাখতেই পারেন। এক্ষেত্রে কোন জোর নেই। কিন্তু পরবর্তীতে সুস্থ হলে এই রোজা গর্ভবতী মায়েরা করতে পারবেন।
শহীদ