ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

কিডনি আক্রান্ত হলে যেসব লক্ষণ দেখা দেয়

প্রকাশিত: ২১:১৮, ২৬ মার্চ ২০২৫

কিডনি আক্রান্ত হলে যেসব লক্ষণ দেখা দেয়

ছবি সংগৃহীত

কিডনি মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, যা শরীর থেকে বর্জ্য ও অতিরিক্ত তরল বের করে রক্তকে পরিশোধিত রাখে। তবে কিডনি যখন কোনো কারণে আক্রান্ত হয়, তখন শরীরে নানা উপসর্গ দেখা দিতে পারে।

বিশেষজ্ঞদের মতে, প্রাথমিক পর্যায়ে লক্ষণগুলো শনাক্ত করা গেলে জটিলতা এড়ানো সম্ভব।

কিডনি রোগের লক্ষণসমূহ:

ঘন ঘন প্রস্রাব বা প্রস্রাবের পরিবর্তন: কিডনি আক্রান্ত হলে প্রস্রাবের রঙ বদলে যেতে পারে, ফেনা দেখা দিতে পারে, এমনকি রক্তও আসতে পারে।

শরীর ও মুখমণ্ডলে ফোলা ভাব : কিডনি ঠিকমতো কাজ না করলে শরীরে পানি জমে গিয়ে চোখ, পা ও মুখ ফুলে যেতে পারে।

অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা : কিডনি ঠিকমতো ফিল্টারিং না করলে বিষাক্ত পদার্থ জমে শরীরে দুর্বলতা ও অবসাদ তৈরি হয়।

বমি বমি ভাব ও ক্ষুধামন্দা : কিডনি সমস্যার কারণে খাবারে অরুচি হতে পারে এবং প্রায়ই বমির অনুভূতি দেখা দেয়।

ত্বকের শুষ্কতা ও চুলকানি:  কিডনি কাজ না করলে শরীরে অতিরিক্ত খনিজ জমে গিয়ে ত্বক শুষ্ক ও চুলকানিযুক্ত হতে পারে।

বুক ধরফর ও শ্বাসকষ্ট: কিডনির কার্যকারিতা কমে গেলে শরীরে তরল জমে, যা শ্বাসকষ্টের কারণ হতে পারে।

আশিক

×