ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

হার্ট অ্যাটাকের ৭ টি গুরুত্বপূর্ণ লক্ষণ

প্রকাশিত: ১৪:২৭, ২৬ মার্চ ২০২৫; আপডেট: ১৪:৩১, ২৬ মার্চ ২০২৫

হার্ট অ্যাটাকের ৭ টি গুরুত্বপূর্ণ লক্ষণ

ছবি: সংগৃহীত

হার্ট অ্যাটাকের এমন অনেক ঘটনা পাওয়া যায় যে, আগে থেকে কোনো লক্ষণ প্রকাশ পায়নি। পরিবার, আত্মীয় স্বজন বা রোগী নিজেই কোনো লক্ষণ বুঝতে পারেন নি। ফলে অকাল মৃত্যূর ঘটনা ঘটে।

হার্ট অ্যাটাকের কিছু লক্ষণ দেখা যায় বেশ‌ কিছুদিন আগে থেকে। এগুলোকে বলা হয় পোড্রোমাল সিমটমস। এসব লক্ষণ জানা থাকলে সাথে সাথে চিকিৎসার মাধ্যমে ঝুঁকি কমানো ও অকাল মৃত্যু রোধ করা সম্ভব হবে।

এ ধরনের কিছু লক্ষণ হলো:

১. বুকে ব্যথা

২. বুকে চাপ অনুভব করা

৩. শ্বাসকষ্ট

৪. বুক ধড়ফড় করা

৫. বুকের ভেতর জ্বালা ভাব

৬. অস্বাভাবিক দুর্বলতা

৭. ঘুমের সমস্যা

নিজের, পরিবারের কারো বা এলাকার কারো এসব লক্ষণ শুনলে তাকে অনুপ্রাণিত করা উচিত যেন হার্টের ডাক্তার দেখায় এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করায়। হার্টের সমস্যায় বয়স কোনো বিষয় নয়। যে কেউ আক্রান্ত হতে পারে। তাই আগেভাগেই ব্যবস্থা নিতে পারলে শারীরিক ও আর্থিক দুই ধরনের ক্ষতিই কমানো সম্ভব হবে।

সূত্র: https://youtu.be/X2qYg7SzJQg?si=sYqHQ-x6ReUo3vK-

মায়মুনা

×