ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় পথচারি নিহত

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৯:৪৯, ২২ মার্চ ২০২৫

রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় পথচারি নিহত

ছবি: সংগৃহীত

রাজধানীর বঙ্গবাজার সংলগ্ন সরকারি কর্মচারী হাসপাতালের সামনের রাস্তায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৪৫ বছর।

শনিবার বেলা পৌনে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সরকারি কর্মচারী হাসপাতালের সামনে কোন একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয় ওই ব্যক্তি। তখন এক রিকশা চালক তাকে রিকশায় করে কর্মচারী হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

তিনি জানান, ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। তার পরনে রয়েছে কালো টি শার্ট ও নেভি ব্লু প্যান্ট। ফিঙ্গার প্রিন্ট সংগ্রহের মাধ্যমে তার পরিচয় শনাক্তের জন্য সিআইডির ফরেনসিক টিমকে খবর দেয়া হয়েছে।

শহীদ

×