
ছবি: সংগৃহীত
হার্ট অ্যাটাকের যেসব লক্ষণ ১ মাস আগেই দেখা দেয়:
১. কোনো কারণ ছাড়াই শরীর ঘেমে যায়
স্বাভাবিক তাপমাত্রায়ও কারো যদি অতিরিক্ত শরীর ঘামে, অতিরিক্ত গরম বা অস্বস্তি অনুভব করে তাহলে হার্টের পরীক্ষাগুলো করা উচিত।
২. হঠাৎ প্রেসার বেড়ে বা কমে যায়
প্রেসার বিভিন্ন কারণে উঠানামা করতে পারে। তবে, অস্বাভাবিকভাবে হঠাৎ কমে বা বেড়ে গেলে বুঝতে হবে তার হার্টের কোনো সমস্যা হয়েছে।
৩. বুকের ঠিক মাঝখানে ব্যথা হয়
বুকে ব্যাথার অনেক কারণ থাকতে পারে: যেমন: শ্বাস-প্রশ্বাসের সমস্যা, গ্যাসের সমস্যা, খাবারে অনিয়ম ইত্যাদি। তবে বুকের আশেপাশে না হয়ে একদম বুকের মাঝখানে যে ব্যাথা হয় এবং অনেকক্ষণ থাকে এটি হার্টের অসুখের লক্ষণ।
৪. হঠাৎ টা ফুলে যায়
হার্ট ফেইলরের কারণে শরীর লবণ ও পানি ধরে রাখতে পারে না। যার ফলে পা এবং গোড়ালি ফুলে যেতে পারে।
৫. ঘনঘন সর্দি কাশি হয়
সর্দি কাশির প্রকোপ বেড়ে যায় হঠাৎ এবং এটি স্থায়ী ও হয় বেশিদিন।
এই লক্ষণগুলো প্রকাশ পেলেই হার্টের অসুখের পরীক্ষা নিরীক্ষা করানো উচিত। অনেকসময় অবহেলায় আমরা সুযোগ থাকলেও রোগ সনাক্ত করতেই অনেক দেরী করে ফেলি। যার ফলে রোগীর ওপর চাপ বেশি পড়ে এবং সুস্থতার সম্ভাবনা কমে যায়।
মায়মুনা