ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

দাঁতের ব্যাকটেরিয়া থেকে মস্তিষ্কে ছড়ায় ভয়াবহ রোগ আলঝেইমার, বাচতে হলে জানতে হবে যা

প্রকাশিত: ০৯:৪১, ১৯ মার্চ ২০২৫; আপডেট: ০৯:৪৫, ১৯ মার্চ ২০২৫

দাঁতের ব্যাকটেরিয়া থেকে মস্তিষ্কে  ছড়ায় ভয়াবহ রোগ আলঝেইমার, বাচতে হলে জানতে হবে যা

ছবি: সংগৃহীত

আমাদের মুখে ৬০০-এর বেশি প্রজাতির ব্যাকটেরিয়া বসবাস করে, যাদের বেশিরভাগই নিরীহ। কিন্তু তাদের মধ্যেই Porphyromonas gingivalis নামে এক ব্যাকটেরিয়া লুকিয়ে আছে, যা মারাত্মক পরিণতির কারণ হতে পারে!

দাঁত থেকে মস্তিষ্ক—এক বিপজ্জনক যাত্রা

২০১৯ সালে এক গবেষণায় Porphyromonas gingivalis ব্যাকটেরিয়ার উপস্থিতি আলঝেইমার রোগীদের মস্তিষ্কে পাওয়া যায়। গবেষকরা ধারণা করেন, দাঁতের ক্যাভিটি বা মাড়ির রোগ থেকে রক্তপ্রবাহের মাধ্যমে এই ব্যাকটেরিয়া মস্তিষ্কে পৌঁছে যায় এবং সেখানে স্নায়ুকোষ ধ্বংসকারী প্রোটিন তৈরি করে, যা ধীরে ধীরে আলঝেইমারের সৃষ্টি করে।

ইঁদুরের মস্তিষ্কে কী দেখা গেল?

একটি গবেষণায় ইঁদুরের দাঁতে এই ব্যাকটেরিয়া সংক্রমিত করা হয়। কিছুদিন পর দেখা যায়, ব্যাকটেরিয়া মস্তিষ্কেও কলোনি তৈরি করেছে! কিন্তু শুধু তাই নয়—এই ব্যাকটেরিয়া একটি বিষাক্ত প্রোটিন তৈরি করে, যা স্নায়ুকোষ ধ্বংস করতে শুরু করে।

গবেষকরা বলছেন, এই ব্যাকটেরিয়া আসলে মস্তিষ্কে প্রদাহ সৃষ্টি করে, যা ধীরে ধীরে আলঝেইমারের কারণ হতে পারে।

মানুষের ক্ষেত্রে কী ঘটছে?

এখনও নিশ্চিত নয় যে মানুষের মস্তিষ্কেও এই ব্যাকটেরিয়া একইভাবে কাজ করে কি না। তবে, গবেষকরা মনে করছেন—এটি যদি সত্যি হয়, তাহলে দাঁতের যত্ন নেওয়া শুধু মুখের স্বাস্থ্যের জন্য নয়, মস্তিষ্কের সুস্থতার জন্যও অত্যন্ত জরুরি!

নতুন চিকিৎসার সম্ভাবনা!

যদি গবেষণায় নিশ্চিত হওয়া যায় যে Porphyromonas gingivalis সত্যিই আলঝেইমারের অন্যতম কারণ, তাহলে নতুন ধরনের ওষুধ তৈরি করা সম্ভব হবে, যা এই ব্যাকটেরিয়াকে মস্তিষ্কে পৌঁছাতে বাধা দেবে।

তাহলে কী করবেন?

 প্রতিদিন ২ বার দাঁত ব্রাশ করুন
 ডেন্টিস্টের পরামর্শ অনুযায়ী ডেন্টাল ফ্লস ব্যবহার করুন
 নিয়মিত ডেন্টাল চেকআপ করান
 মাড়ির ইনফেকশন বা দাঁতে ব্যথা হলে দেরি না করে চিকিৎসা নিন

গবেষকরা বলছেন, দাঁতের স্বাস্থ্য ভালো রাখলে শুধু দাঁতই নয়, মস্তিষ্কও সুস্থ থাকতে পারে! তাই আজ থেকেই দাঁতের যত্ন নেওয়া শুরু করুন—কারণ, একটি ছোট ব্যাকটেরিয়া আপনার স্মৃতি চুরি করতে পারে!
 

কানন

×