ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

ধূমপানের কারণে বিকলাঙ্গ সন্তানের জন্ম হতে পারে!

প্রকাশিত: ২৩:৩৬, ১৭ মার্চ ২০২৫

ধূমপানের কারণে বিকলাঙ্গ সন্তানের জন্ম হতে পারে!

ছবি সংগৃহীত

 

ধূমপানের ভয়াবহতা কেবল ধূমপায়ীর জন্যই নয়, বরং এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্যও মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। বিশেষজ্ঞদের মতে, ধূমপানের কারণে সন্তান জন্মদানে নানান জটিলতা সৃষ্টি হতে পারে, যা কখনো কখনো বন্ধ্যাত্বের কারণও হয়ে দাঁড়ায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) এক গবেষণা অনুযায়ী, নিয়মিত ধূমপান পুরুষ ও নারীর উভয়ের প্রজনন ক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এতে শুক্রাণু ও ডিম্বাণুর গুণগত মান নষ্ট হতে পারে, যা গর্ভধারণে সমস্যা তৈরি করে। ধূমপানের কারণে সন্তান জন্মদানে যেসব সমস্যা হতে পারে:

গর্ভধারণে জটিলতা: ধূমপান নারীদের ডিম্বাশয়ে প্রভাব ফেলে, ফলে গর্ভধারণের সম্ভাবনা কমে যায়।
পুরুষদের বন্ধ্যাত্ব: ধূমপানের ফলে শুক্রাণুর সংখ্যা ও গুণগত মান হ্রাস পায়, যা সন্তান জন্মদানে সমস্যা তৈরি করে।                                                                                        অকাল গর্ভপাত: গর্ভবতী মা ধূমপান করলে ভ্রূণের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়, যার ফলে অকাল গর্ভপাতের ঝুঁকি বাড়ে।
মৃত সন্তান প্রসব: ধূমপানের কারণে শিশুর পর্যাপ্ত অক্সিজেন ও পুষ্টি সরবরাহে বাধা সৃষ্টি হয়, যা মৃত সন্তান প্রসবের সম্ভাবনা বাড়ায়।
কম ওজনের শিশু জন্ম: ধূমপান গর্ভাবস্থায় শিশুর ওজন কমিয়ে দিতে পারে, যা পরবর্তী সময়ে শিশুর শারীরিক ও মানসিক বিকাশে সমস্যা তৈরি করে।
জন্মগত ত্রুটি: ধূমপানের ফলে শিশু জন্মগত ত্রুটি (Congenital Defects) নিয়ে জন্ম নিতে পারে, যেমন ঠোঁট কাটা বা হৃদরোগজনিত সমস্যা।

গর্ভধারণের আগে ও গর্ভাবস্থায় ধূমপান সম্পূর্ণভাবে এড়িয়ে চলা উচিত। ধূমপান ছাড়তে চাইলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি (NRT) বা কাউন্সেলিংয়ের মাধ্যমে ধূমপান ছাড়ার চেষ্টা করা যেতে পারে।

একটি সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে ধূমপান বর্জন করা এখন সময়ের দাবি। সন্তান নেওয়ার পরিকল্পনা থাকলে ধূমপান ছাড়ার বিকল্প নেই!

আশিক

×