ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

চুল পরার কারণ ও ‌‌পরিত্রাণ পাওয়ার উপায় জেনে নিন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:৫৩, ১৬ মার্চ ২০২৫

চুল পরার কারণ ও ‌‌পরিত্রাণ পাওয়ার উপায় জেনে নিন

চুলের মূল প্রোটিন অর্থাৎ কেরাটিন, সেটা যখন কমে যায় তখন চুলের মধ্যে ফাটল ধরে, চুলটা রুগ্ন হয়ে যায়। এই চুলটাই পরবর্তীতে পরে যায়। 

ভিটামিন বি-৭ বা বায়োটিন, যা মার্কেটে ফ্লোরিজ ১০০০ মাইক্রোগ্রাম নামে পাওয়া যায়, দিনে দুইবার খেতে হবে। সাথে ভিটামিন-বি কমপ্লেক্স বিকোজিন ছয় মাসের মতো সকাল সন্ধ্যা খেলে হাইয়েস্ট ফলাফল পাবেন। প্রোটিন কেরাটিন নতুন করে সিন্থেসিস তৈরি করতে সক্ষম। চুল গজানোর প্রথন ধাপ অর্থাৎ অ্যানাফেজ ধাপকে সক্রিয় করে। এক্ষেত্রে চুল নতুন করে গজাবে এবং পাশাপাশি যেই চুলগুলো রুগ্ন, সেগুলোকে সতেজ করবে। 

আরেকটি ঔষধ আছে মিনোক্সিডিল ২.৫ মিলিগ্রাম, যা বাংলাদেশে ট্যাবলেট আকারে পাওয়া না গেলেও পাশের দেশ ভারতে বা অন্যান্য দেশ থেকে আনা যেতে পারে।

মুমু

×