ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

যে ছোট লক্ষণ দেখে বুঝবেন কোলন ক্যান্সার হয়েছে 

প্রকাশিত: ২২:২৩, ১৫ মার্চ ২০২৫

যে ছোট লক্ষণ দেখে বুঝবেন কোলন ক্যান্সার হয়েছে 

ছবি: সংগৃহীত

কোলন ক্যান্সার বা অন্ত্রের ক্যান্সার বিশ্বব্যাপী একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে এই রোগ নিয়ন্ত্রণের সুযোগ থাকে, তবে বেশিরভাগ ক্ষেত্রে উপসর্গ উপেক্ষা করায় রোগটি জটিল আকার ধারণ করে।

কোলন ক্যান্সারের সাধারণ লক্ষণ
মলত্যাগের অভ্যাসের পরিবর্তন – দীর্ঘমেয়াদে কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া বা মলের আকার পরিবর্তন হলে সতর্ক হওয়া জরুরি।

মলের সঙ্গে রক্তপাত – মলের সঙ্গে লাল বা কালো রঙের রক্ত দেখা গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা – শরীরে রক্তস্বল্পতা দেখা দিতে পারে, যা ক্যান্সারের লক্ষণ হতে পারে।

ওজন হ্রাস – অনিয়ন্ত্রিত ওজন কমে যাওয়া দেহের ভেতরে কোনো গুরুতর সমস্যা নির্দেশ করে।

অতিরিক্ত গ্যাস, পেট ব্যথা বা ফোলা ভাব – দীর্ঘদিন ধরে পেটে ব্যথা, ফোলাভাব বা গ্যাস জমা থাকলে এটি অন্ত্রের সমস্যার ইঙ্গিত দিতে পারে।

অল্প খেয়েই পেট ভরে যাওয়া অনুভব করা – ক্ষুধামন্দা বা হজমের সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

বিশেষজ্ঞদের মতে, ৫০ বছর বয়সের পর কোলন ক্যান্সারের ঝুঁকি বাড়ে। তবে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, চর্বিযুক্ত খাবার বেশি খাওয়া, ফাইবারযুক্ত খাবার কম খাওয়া, ধূমপান, মদ্যপান, স্থূলতা এবং পরিবারে ক্যান্সারের ইতিহাস থাকলে ঝুঁকি আরও বেশি থাকে।

কোলন ক্যান্সারের লক্ষণগুলো সম্পর্কে সচেতন থেকে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিলে এটি প্রতিরোধযোগ্য ও নিরাময়যোগ্য হতে পারে। তাই উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

শিলা ইসলাম

×