ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

একজন মেডিসিন বিশেষজ্ঞ কী কী‌ চিকিৎসা সেবা দিয়ে থাকেন?

প্রকাশিত: ০৮:৫৯, ১৫ মার্চ ২০২৫; আপডেট: ০৯:০০, ১৫ মার্চ ২০২৫

একজন মেডিসিন বিশেষজ্ঞ কী কী‌ চিকিৎসা সেবা দিয়ে থাকেন?

ছবি: সংগৃহীত

একজন মেডিসিন চিকিৎসক মানবদেহের বেশিরভাগ অঙ্গপ্রত্যঙ্গ ও রোগ সম্পর্কে প্রাথমিক ধারণা রাখেন। চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী আমাদের শরীর কয়েকটি অংশে বিভক্ত থাকে। যেমন: হার্ট, লিভার, ব্রেন ইত্যাদি। একজন মেডিসিন বিশেষজ্ঞ সামগ্রিক চিকিৎসা দিতে পারেন।

একজন মেডিসিন বিশেষজ্ঞ অন্যান্য বিশেষজ্ঞের মতো একটি নির্দিষ্ট অঙ্গের চিকিৎসা করেন না। একজন রোগীর আন্তসম্পর্কিত বিভিন্ন অসুস্থতা থাকতে পারে। এই সবকিছুর ভারসাম্য রেখে চিকিৎসা করেন মেডিসিন বিশেষজ্ঞ। ফলে রোগীকে একই জাতীয় বিভিন্ন অসুখের জন্য ভিন্ন ভিন্ন চিকিৎসকের কাছে যেতে হয়না।

হার্ট, কিডনি বা ব্রেনের এমন কোনো রোগ যেটি কেবল ঐ বিষয়ের বিশেষজ্ঞই সারাতে পারেন, এমন ব্যতীত সকল রোগের জন্যই মেডিসিন ডাক্তারদের কাছে যাওয়া উত্তম। এতে চিকিৎসকের উপর রোগীর চাপ কম পড়ে এবং প্রত্যেক রোগীই নিজের সমস্যা সম্পর্কে বলার ও জানার সুযোগ বেশি পায়।

আমাদের দেশে রোগীর অনুপাতে চিকিৎসকের সংখ্যা খুবই নগন্য। তাই অতিরিক্ত চাপ সৃষ্টি না করে প্রাথমিক অবস্থায়ই কার্ডিওলজিস্ট, বক্ষব্যাধি বিশেষজ্ঞর কাছে না গিয়ে মেডিসিনের ডাক্তার দেখানো উচিত। এতে খরচ, শ্রম ও সময় সবকিছুরই সাশ্রয় হবে।

সূত্র: https://youtu.be/VxkYykLbiOU?si=Hy_TyyiwX3uLKFrq

মায়মুনা

×