
অধিকাংশ মানুষই মনে করেন রক্ত শুধু পাইলস এর কারণেই যায়। এটি অবশ্যই একটি অন্যতম কারণ। তবে এছাড়াও আরও অনেক কারণ রয়েছে।
যদি অভ্যন্তরীণ পাইলস হয়ে থাকে তাহলে সেকারণে রক্ত যেতে পারে। এটা ছাড়াও কারো যদি রেক্টামে বা কোলনে রেক্টাম পলিপ হয়ে থাকে সেকারণে যেতে পারে। অ্যানাল ফিশার, অর্থাৎ পায়ুপথ ফেটে গেলে রক্ত যেতে পারে। কারো যদি ইনফ্লেমেটরি বাওয়েল ডিজিজ, সলিটারি রেক্টাল আলসারের জন্যও পায়ুপথে রক্ত যায়।
অর্থাৎ পায়ুপথে রক্ত যাওয়ার বহুবিধ কারণ রয়েছে। ফলে রক্ত যেতে দেখলেই এটাকে পাইলস মনে করে ঔষধ সেবন করবেন না। কারণ অনেক কারণেই এমনটি হতে পারে। ক্যান্সারের জন্যও অনেক সময় রক্ত যায়। ভুল চিকিৎসার কারণে যদি রেক্টামে ক্যান্সার লিভারে বা শরীরের অন্য কোনো অংশে ছড়িয়ে পরে সেই ক্ষেত্রে রোগীটির বেশিদিন বেঁচে থাকার সম্ভাবনা কমে যায়।
পায়ুপথে কি কারণে রক্ত যাচ্ছে তা নির্ণয়ের জন্য রয়েছে ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন, কোলোনস্কপি, প্রোক্টস্কপি। সঠিকভাবে সময়মতো রোগ নির্ণয় করা গেলেই অনেকাংশে জটিলতা পরিহার করা সম্ভব হয়।
মুমু