
ছবি: সংগৃহীত
ঘাড় ব্যথার সাথে মাথা ব্যথার অবশ্যই সম্পর্ক আছে। অনেকসময় দেখা যায় ডিস্ক প্রোল্যাপ্স হয়। এতে ঘাড় ব্যথা, মাথা ব্যথা ও হাতে ব্যথা চলে আসতে পারে। কিন্তু, মাথাব্যথা হলেই যে মাথার সমস্যা তা আসলে নয়। কারণ অনেকসময় দেখা যায় মাথা ব্যথার কারণে এমআরআই করা হয়। কিন্তু টেস্টে কোনোকিছু ধরা পড়ে না।
অনেকসময় দীর্ঘদিন মাথাব্যথা যখন ঔষধ খেয়ে ও পরীক্ষা নিরীক্ষা করেও রোগ সনাক্ত করা যায়না তখন দেখা যায় তাদের ডিস্ক প্রোল্যাপ্স থাকে। এই রোগের কারণে যদি সারাজীবন মাথাব্যথার ঔষধ খাওয়া হয় তারপরেও লাভ হবে না। কারণ, সঠিক ফিজিওথেরাপি ছাড়া এই সমস্যা কখনোই ভালো হবে না। ব্যথার ঔষধ খেয়ে খেয়ে শুধু জিইয়ে রাখা হচ্ছে। একটু ভালো লাগতে পারে, কিন্তু ভালো হবে না।
অনেক রোগী বলেন, এখন ঔষধেও কাজ হচ্ছে না। এর কারণ হলো সঠিক চিকিৎসা না দিলে শুধুমাত্র ব্যথা কমিয়ে রাখা কোনো সমাধান নয়। তাই ডাক্তাররা বলেন, ব্যথা হলেই ব্যথানাশক ঔষধ নয়।
মায়মুনা