
ছবি: সংগৃহীত
বর্তমান যুগে স্বাস্থ্য সচেতনতা ক্রমশ বাড়ছে এবং ভবিষ্যৎ প্রজন্মের সুস্থতার কথা মাথায় রেখে বিয়ের আগে কিছু নির্দিষ্ট স্বাস্থ্য পরীক্ষা করানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
ডা. তাসনিম জারা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক গুরুত্বপূর্ণ বার্তায় জানিয়েছেন, কিছু রোগ বাইরে থেকে বোঝা না গেলেও, সহজ কিছু পরীক্ষার মাধ্যমে আগেভাগেই তা শনাক্ত করা সম্ভব। এর ফলে পরবর্তী প্রজন্মকে গুরুতর রোগের ঝুঁকি থেকে রক্ষা করা যায়।
ডা. তাসনিম জারার মতে, বিয়ের আগে স্বামী-স্ত্রী দুজনেরই থ্যালাসেমিয়া, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, HIV এবং যৌনরোগ সংক্রান্ত কিছু পরীক্ষা করানো অত্যন্ত জরুরি। এই পরীক্ষাগুলোর মাধ্যমে নিশ্চিত করা যায় যে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোনো জেনেটিক বা সংক্রামক রোগের আশঙ্কা নেই।
তিনি বলেন, "এই পরীক্ষাগুলো করাতে এক থেকে দেড় হাজার টাকা খরচ হতে পারে। অনেকের কাছে তা বেশি মনে হলেও, সন্তানের সুস্থতার কথা ভাবলে এই খরচ খুবই সামান্য।"
বিশেষভাবে থ্যালাসেমিয়া পরীক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, থ্যালাসেমিয়া একটি জেনেটিক রোগ যা বাহকের (carrier) মাধ্যমে সন্তানের মধ্যে সঞ্চারিত হতে পারে। স্বামী-স্ত্রীর কেউ যদি থ্যালাসেমিয়ার বাহক হন, তাহলে তাঁদের সন্তান থ্যালাসেমিয়ার সমস্যায় ভুগতে পারেন। এ রোগে আক্রান্ত ব্যক্তিরা আজীবন রক্তস্বল্পতায় ভোগেন এবং নিয়মিত রক্ত সঞ্চালনের প্রয়োজন হয়। তাই বিয়ের আগে "Hb Electrophoresis" পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন তিনি।
এছাড়া, হেপাটাইটিস বি ও সি সংক্রমণ প্রতিরোধে "HBS Ag Anti-HBC" পরীক্ষা করানোর কথা বলেন তিনি। কারণ, এই রোগ লিভারকে আক্রান্ত করে এবং দীর্ঘমেয়াদে লিভার ক্যান্সারের কারণ হতে পারে। সেই সঙ্গে, HIV ও অন্যান্য যৌনরোগ যেমন সিফিলিস, গনোরিয়া ইত্যাদির পরীক্ষাও করিয়ে নেওয়ার গুরুত্ব তুলে ধরেছেন তিনি।
চিকিৎসক তাসনিম জারা মনে করেন, সামান্য সচেতনতাই ভবিষ্যৎ প্রজন্মকে বড় বিপদের হাত থেকে রক্ষা করতে পারে। তাই দাম্পত্য জীবন শুরুর আগে এসব স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভিডিও দেখুন: https://www.facebook.com/reel/1790082598392932
এম.কে.