
ছবি: সংগৃহীত
ব্যাচেলর অব মেডিসিন, ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধ, ‘নামসর্বস্ব’ ম্যাটসের কার্যক্রম বন্ধ, বিসিএস পরীক্ষায় বয়স বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন।
১. MBBS/BDS ছাড়া 'ডাক্তার' পদবি ব্যবহার নিষিদ্ধ:
BMDC’র রেজিস্ট্রেশন শুধুমাত্র MBBS/BDS ডিগ্রিধারীদের দেওয়া হবে। ২০১০ থেকে হাসিনা সরকারের সময়ে MATS শিক্ষার্থীদের BMDC রেজিস্ট্রেশন দেওয়া শুরু হয়েছে, যা এখনই বন্ধ করতে হবে। BMDC-এর বিরুদ্ধে করা রিট ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে।
২. OTC ড্রাগ তালিকা আপডেট এবং প্রেসক্রিপশন সীমাবদ্ধতা:
উন্নত দেশের চিকিৎসা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে OTC ড্রাগ তালিকা আপডেট করতে হবে। MBBS ও BDS ছাড়া অন্য কেউ OTC তালিকার বাইরে কোনও ওষুধ প্রেসক্রাইব করতে পারবেন না। রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিগুলো OTC তালিকার বাইরে কোনো ওষুধ বিক্রি করতে পারবে না।
৩. চিকিৎসক সংকট নিরসন:
শীঘ্রই ১০ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে সব শূন্যপদ পূরণ করতে হবে। একটি পৃথক স্বাস্থ্য কমিশন গঠন করে ষষ্ঠ গ্রেডে নিয়োগ প্রদান করতে হবে। প্রতি বছর ৪-৫ হাজার ডাক্তার নিয়োগ দিতে হবে যাতে স্বাস্থ্য খাতে ভারসাম্য বজায় থাকে। ডাক্তারদের BCS নিয়োগে বয়সসীমা ৩৪ বছর করতে হবে।
৪. মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট স্কুল (MATS) ও মানহীন মেডিক্যাল কলেজ বন্ধ:
সব MATS ও মানহীন সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজ বন্ধ করতে হবে। ইতোমধ্যে পাস করা MATS শিক্ষার্থীদের SACMO পদবি রহিত করে ‘মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট’ হিসেবে নিয়োগ দিতে হবে। নতুন MATS ভর্তি বন্ধ করতে হবে এবং MATS শিক্ষার্থীদের প্যারামেডিক্সে প্রবেশ করিয়ে MATS সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে।
৫. চিকিৎসক সমাজের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন:
সকল চিকিৎসককে ১০ মার্চ থেকে চলমান আন্দোলনে অংশগ্রহণ করতে আহ্বান জানানো হচ্ছে। ১২ মার্চ থেকে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার আহ্বান জানানো হচ্ছে।
ফারুক