ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

৫ দফা দাবি আদায়ে কমপ্লিট শাটডাউনে ইন্টার্ন চিকিৎসকরা

প্রকাশিত: ১৩:৩৯, ১১ মার্চ ২০২৫; আপডেট: ১৫:২৪, ১১ মার্চ ২০২৫

৫ দফা দাবি আদায়ে কমপ্লিট শাটডাউনে ইন্টার্ন চিকিৎসকরা

ছবি: সংগৃহীত

ইন্টার্ন চিকিৎসকদের ৫ দফা দাবির সাথে একাত্মতা জানিয়ে রাজশাহী ও রংপুরের মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর চিকিৎসা বন্ধ রেখেছেন চিকিৎসকরা। এতে চরম বিপাকে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগীরা। সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা দাবি আদায়ের কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করে। এর ফলে সেখানে ভোগান্তির শিকার হয় রোগী এবং তাদের আত্মীয়-স্বজনরা। ইন্টার্ন চিকিৎসকদের দাবি অনুযায়ী, তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধা এবং অধিকার নিশ্চিত করার জন্য আন্দোলন করছেন।

ব্যাচেলর অব মেডিসিন, ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধ, ‘নামসর্বস্ব’ ম্যাটসের কার্যক্রম বন্ধ, বিসিএস পরীক্ষায় বয়স বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের (রামেক) ইন্টার্ন চিকিৎসকরা কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন। 

এই কর্মসূচি পালনের কারণে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর চিকিৎসা কার্যক্রম বন্ধ হয়ে যায়, যা রোগী এবং তাদের আত্মীয়দের জন্য বিরাট সমস্যা সৃষ্টি করেছে। হাসপাতালটির আউটডোরে চিকিৎসা নিতে আসা অসংখ্য রোগী ও তাদের পরিবার দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে বাধ্য হন। এই পরিস্থিতিতে, চিকিৎসা সেবা বন্ধ থাকায় রোগীদের মধ্যে অসন্তোষ এবং অসুবিধা বাড়ে। অনেকেই জরুরি চিকিৎসার জন্য হাসপাতালটির দ্বারে দ্বারে ঘুরছেন, কিন্তু তাদের কোনো সেবা মিলছে না।

ফারুক

×