
০ প্রতিদিন লেবুর শরবত খেলে ভিটামিন ‘সি’র পর্যাপ্ত প্রাপ্তি ঘটে।
০ আপনার চোখকে বার্ধক্য জরা গ্রস্ততা থেকে দূরে রাখে।
০ লিভার উত্তেজক ইরিস্টেবিল বাওয়েল সিনড্রম নামক রোগ প্রতিরোধ করে।
০ বদহজম দূর করে। শরীরে পানির পরিমাণ ঠিক রাখে।
০ শরীরের প্রতিরোধ ব্যবস্থাকে জোড়ালো করে।
০ শরীরের সুগারের পরিমাণ নিয়ন্ত্রণ করে।
০ এবং কলেরা রোগ প্রতিরোধ হিসেবে কাজ করে।