ঢাকা, বাংলাদেশ   রোববার ০৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

পুরুষের উচ্চমানের শুক্রাণুর সাথে দীর্ঘায়ুর সম্পর্ক, গবেষণায় উঠে এলো নতুন তথ্য

প্রকাশিত: ১৯:১২, ৮ মার্চ ২০২৫; আপডেট: ১৯:১৩, ৮ মার্চ ২০২৫

পুরুষের উচ্চমানের শুক্রাণুর সাথে দীর্ঘায়ুর সম্পর্ক, গবেষণায় উঠে এলো নতুন তথ্য

ছ‌বি: সংগৃহীত

উচ্চমানের শুক্রাণু পুরুষদের দীর্ঘায়ুর ইঙ্গিত দিতে পারে, এমনটাই জানিয়েছেন ডেনমার্কের গবেষকরা। প্রায় ৮০,০০০ পুরুষের উপর চালানো এক গবেষণায় দেখা গেছে, যারা প্রতিবার ১২ কোটির বেশি সাঁতার কাটতে সক্ষম শুক্রাণু উৎপাদন করেছেন, তারা গড়ে দুই থেকে তিন বছর বেশি বেঁচে ছিলেন, তুলনায় যারা ৫০ লাখের কম শুক্রাণু উৎপাদন করেছেন।

জার্নাল হিউম্যান রিপ্রোডাকশন-এ প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, সর্বোচ্চ মানের শুক্রাণু থাকা পুরুষরা গড়ে ৮০.৩ বছর পর্যন্ত বেঁচে ছিলেন, যেখানে নিম্নমানের শুক্রাণু থাকা ব্যক্তিদের গড় আয়ু ছিল ৭৭.৬ বছর।

কোপেনহেগেন ইউনিভার্সিটি হাসপাতালের মহামারীবিদ ড. লার্কে প্রিসকর্ন জানান, "শুক্রাণুর মান যত ভালো, দীর্ঘায়ুর সম্ভাবনাও তত বেশি।" গবেষণায় প্রতিটি মানদণ্ডে দেখা গেছে, নিম্নমানের শুক্রাণু সাধারণত আগাম মৃত্যুর সাথে সম্পর্কিত।

১৯৬৫ থেকে ২০১৫ সালের মধ্যে যারা সন্তান ধারণে সমস্যার সম্মুখীন হন, তাদের শুক্রাণুর নমুনা পরীক্ষা করা হয়। শুক্রাণুর পরিমাণ, ঘনত্ব, আকার এবং গতিশীলতার উপর ভিত্তি করে মান যাচাই করা হয়। গবেষকদের ৫০ বছরের দীর্ঘ ট্র্যাকিংয়ে দেখা গেছে, এই সময়ে ৮,৬০০ জনের মৃত্যু হয়েছে, যা মোট অংশগ্রহণকারীদের ১১%।

গবেষকরা বলছেন, শুক্রাণুর মান এবং আগাম মৃত্যুর মধ্যে সম্পর্ক কোনো বিদ্যমান রোগ বা জীবনধারার কারণেই সম্পূর্ণ ব্যাখ্যা করা যায়নি। তবে গর্ভাবস্থায় শিশুর বিকাশে প্রভাব ফেলতে পারে এমন কারণগুলোর জন্য শুক্রাণুর গুণমান ও পরবর্তী জীবনের স্বাস্থ্য ঝুঁকি উভয়ই ক্ষতিগ্রস্ত হতে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, অক্সিডেটিভ স্ট্রেস, জিনগত সমস্যা, হৃদরোগ, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা, জীবনধারা এবং দূষণের মতো বিষয়গুলোর কারণে শুক্রাণুর মান কমে যেতে পারে, যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করতে পারে।

এই গবেষণা পুরুষদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। যারা শুক্রাণুর মান নিয়ে উদ্বিগ্ন, তাদের উচিত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা।

 

তথ্যসূত্র: https://www.theguardian.com/science/2025/mar/05/men-with-higher-quality-sperm-live-longer-study

আবীর

×