ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

কিডনি রোগীর যা করণীয় রোজায়!

প্রকাশিত: ১৮:৫০, ৩ মার্চ ২০২৫

কিডনি রোগীর যা করণীয় রোজায়!

ছবিঃ সংগৃহীত

কিডনি রোগী রোজা রাখতে পারবে নাকি পারবে না তা এক বাক্যে বলা সম্ভব না। কারণ কিডনি রোগীরা বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে। কিডনি রোগীর ৫টি স্টেজ আছে। একেক স্টেজে একেক রকমের চিকিৎসা চলে। যারা ১-৩ স্টেজের ভিতরে আছে ডাক্তারের পরামর্শে তাদের রোজা রাখতে কোন বাধা নেই। কিন্ত স্টেজ ৩ এর রোগী যদি হার্টের সমস্যা থাকে তাহলে তাদের রোজা রাখার উৎসাহিত করার প্রয়োজন নাই। বরং রোজা রাখার কারণে তাদের কিডনি আরো বেড়ে যেতে পারে। 

স্টেজ ৪ ও ৫ এর রোগীদের রোজা রাখতে নিরুৎসাহিত করা হয়। কারণ রোজা রাখলে স্টেজ ৪ এর রোগী স্টেজ ৫ এ চলে যেতে পারে, আর ৫ এর রোগী ডায়ালাইসিসে চলে যেতে পারি৷ যারা নিয়মিত ডায়ালাইসিস করাচ্ছে তাদেরও রোজা রাখতে নিরুৎসাহিত করা হয়। পেরিটোনিয়াল ডায়ালাইসিসের রোগীরা রাতে ডায়ালাইসিস করে দিনে রোজা রাখতে পারে৷ তবে কিডনি ট্রান্সপ্ল্যান্ট রোগীরা রাজা রাখবেন না। কিন্ত যাদের ট্র‍্যান্সপ্ল্যান্টের সময় ১-২ বছর ছাড়িয়েছে তারা রোজা রাখতে পারে যদি সবকিছু স্টেবল থাকে। 

রোগী চাইলে রোজা রাখতে পারে, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে। দিনে যে ঔষধগুলো থাকে সেগুলো রাতে খাওয়ার পরিকল্পনা করতে হবে।

 

সূত্রঃ https://youtu.be/fHkaSpYEoWE?si=ZUkm3CYZ9ZBZBRYD

রিফাত

×