ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

ইফতারের শুরুতেই ভুলেও যে খাবার খাবেন না!

প্রকাশিত: ১৬:১৩, ২ মার্চ ২০২৫

ইফতারের শুরুতেই ভুলেও যে খাবার খাবেন না!

সংগৃহীত

 

রোজার দীর্ঘ সময়ের পর ইফতার খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। তবে কিছু খাবার ইফতারের শুরুতে খেলে শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।

যে খাবারগুলো ইফতারের শুরুতেই এড়িয়ে চলা উচিত:


ভাজাপোড়া:

পাকোড়া, বেগুনি, সমুচা – এই খাবারগুলো খালি পেটে খেলে অ্যাসিডিটি ও হজমের সমস্যা হতে পারে।

কোল্ড ড্রিংকস:

অতিরিক্ত ঠান্ডা শরবত বা কার্বোনেটেড ড্রিংকস খেলে হজমের সমস্যা হতে পারে এবং এটি শরীরকে আরও ডিহাইড্রেট করে ফেলে।

অতিরিক্ত মিষ্টিজাতীয় খাবার: জিলাপি বা মিষ্টি জাতীয় খাবার খালি পেটে ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দেয়, যা ক্ষতির কারণ হতে পারে। 


প্রথমেই হালকা কিছু দিয়ে ইফতার শুরু করে ১৫-২০ মিনিট পর ভাজাপোড়া বা অন্য ভারী খাবার খান। এতে শরীরের হজমপ্রক্রিয়া ঠিক থাকবে এবং শরীর পুনরায় শক্তি ফিরে পাবে।

স্বাস্থ্যকর ইফতার করুন, সুস্থ থাকুন!
 

×