ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

বিসিএস স্বাস্থ্য ক্যাডারে বৈষম্য বন্ধের দাবি, কর্মবিরতির হুমকি চিকিৎসকদের

প্রকাশিত: ১৭:১৬, ২৫ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৭:১৬, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

বিসিএস স্বাস্থ্য ক্যাডারে বৈষম্য বন্ধের দাবি, কর্মবিরতির হুমকি চিকিৎসকদের

বিসিএস স্বাস্থ্য ক্যাডারদের বৈষম্য নিরসন করে পদোন্নতির দাবিতে কর্মবিরতির হুশিয়ারি দিয়েছেন পদন্নোতি বঞ্চিত চিকিৎসকরা। বিভিন্ন দাবিদাওয়া আদায়ে আগামী ৮ মার্চ থেকে পরবর্তী ৩দিন বেলা ১০টা থেকে ১২টা পর্যন্ত, আর ১১ মার্চ থেকে সম্পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েছেন তারা।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে "বিসিএস স্বাস্থ্য ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের" পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়।সংবাদ সম্মেলনে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক ডা. মোহাম্মদ বশির আহমেদ খান বলেন, বিভিন্ন বৈষম্যের ফলে চিকিৎসকদের প্রমোশনের ব্যর্থতার কারণে বাংলাদেশের চিকিৎসার ক্ষেত্রে মেধার অপচয় হচ্ছে এবং দক্ষতা দিন দিন হ্রাস পাচ্ছে। যার ফলশ্রুতিতে চরম বিষন্নতার শিকার হচ্ছি আমরা। এছাড়া কর্মক্ষেত্রে যথাযথ সম্মানের অভাবে মানসিকভাবে বিপর্যস্ত যোগ্য  প্রার্থীগণ। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা বিভিন্ন কারণে পদোন্নতি বঞ্চিত হয়েছেন তাদেরকে দ্রুত পদোন্নতি দিতে হবে।

সংগঠনটির আহ্বায়ক ডা. মির্জা মো. আসাদুজ্জামান রতন বলেন, পদোন্নতির যোগ‍্যতার সকল শর্ত পূরণ এবং ডিজি/মিনিষ্ট্রিতে সকল ফাইল বার বার আপডেটের পরও বছরের পর পর পদোন্নতি আটকে রাখা হচ্ছে। বাংলাদেশের চিকিৎসা সেবা ও চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন, এমবিবিএস, বিডিএস এর আন্তর্জাতিক স্বীকৃতি অক্ষুন্ন রাখা এবং ক্যাডার বৈষম্য নিরসনে পদন্নোতি যোগ্য সকল বিশেষজ্ঞ ডাক্তারদের দ্রুত সুপারনিউমারি পদন্নোতির দিতে হবে। অন্যথায় আগামী ৮ মার্চ থেকে ১০ মার্চ প্রতিদিন ২ ঘণ্টা করে দেশের সব হাসপাতালে কর্মবিরতি পালন করা হবে। পরবর্তিতে ১১ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ কর্মবিরতিতে যাব। তবে এসময় দেশের সব হাসপাতালের জরুরি বিভাগের সেবা চালু থাকবে বলে জানন হয়।

তিনি বলেন, আমরা ডাক্তার সমাজ কোনভাবেই, সাধারণ মানুষকে জিম্মি করে কোন কর্মসূচি দিতে চাইনি, এখনো চাচ্ছি না। কিন্তু মন্ত্রণালয়ের টালবাহানের কারণে, আমরা এই কর্মবিরতির ঘোষনা দিতে বাধ‍্য হয়েছি। এর জন‍্য দেশের স্বাস্থ‍্য ব‍্যবস্থায় যদি কোন বিশৃঙ্খলা তৈরি হয়; তার দায় মন্ত্রণালয়কেই নিতে হবে।

সংবাদ সম্মেলনে মাতৃস্বাস্থ্যের প্রতিনিধি ও ওসিএসবি এর সভাপতি অধ্যাপক ডা. ফিরোজা বেগম বলেন, সংগঠনটির এই কর্মসূচিতে চিকিৎসকদের ৬০টি সোসাইটি পূর্ণ একাত্ত্বতা ঘোষনা করেছেন। এদের অন্তত ৩০টি সোসাইটির সভাপতি, সাধারণ সম্পাদকরা উপস্থিত হয়েছেন। 
আমরা যদি স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করতে না পারি তাহলে আমাদের দেশের রোগীরা বাইরের দেশে চলে যাবে। গত ১৫ বছর এই কাজটি করা হয়েছে। আমরা দেশের চিকিৎসার মান যদি অক্ষুন্ন রাখতে না পারি তাহলে আমাদের দেশের চিকিৎসকরা বাইরের দেশে গিয়ে চাকরি পাবেন না। সেখানে রোগীদের সেবা দিতে পারবেন না।

এটি আমাদের জন্য লজ্জাজনক। আমাদের আন্তক্যাডার বৈষম্য রয়েছে। যারা বিগত সরকারের চামচাগীরী করেছেন তারা পদোন্নতি পেয়েছেন। অন্যদের কোন পদোন্নতি হয়নি। অন্য ক্যাডারদের সাথে স্বাস্থ্য ক্যাডারদের বৈষম্য মেনে নিতে পারছি না। কাজেই, আমাদেরকে ভূতাপেক্ষভাবে ও সুপারনিউমারি পদোন্নতি দিতে হবে।

হায়দার/রাজু

×