ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

ক্যাম্পস আয়োজিত “ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্প”

স্বাস্থ্য সেবা পেল টাঙ্গাইলের ৩৫০০ মানুষ

প্রকাশিত: ১৯:৩৫, ২২ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৯:৩৬, ২২ ফেব্রুয়ারি ২০২৫

স্বাস্থ্য সেবা পেল টাঙ্গাইলের ৩৫০০ মানুষ

ছবি: দৈনিক জনকণ্ঠ

ক্যাম্পস আয়োজিত "ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্প" এর আওতায় টাঙ্গাইল পাশ্ববর্তী অঞ্চলের প্রায় তিন হাজার ৫০০ মানুষ স্বাস্থ্য সেবা পেয়েছে। সুবিধাবঞ্চিত রোগীদের বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ সরবরাহ করেছে স্বেচ্চাসেবী স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান কিডনি এওয়ারনেস মনিটরিং এন্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস)।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ব্যতিক্রমধর্মী এ আয়োজনটি বিগত ২১ বছর ধরে করে আসছে ক্যাম্পস। এরই ধারাবাহিকতায় একুশে ফেব্রুয়ারী (শুক্রবার) ক্যাম্পস চলতি বছরেও টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের তালিমঘর প্রাঙ্গণে "ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্প" এর আয়োজন করে এবং সুবিধা বঞ্চিত রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করে। ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্পে টাঙ্গাইল ও এর পার্শ্ববর্তী অঞ্চলের দরিদ্র গ্রামবাসীগণের মধ্যে প্রায় তিন হাজার ৫ শতজন রোগীর নিবন্ধন ও প্রাথমিক রোগ নির্ণয়ের জন্য বিনামূল্যে রক্ত ও প্রসাব পরীক্ষা, ইসিজি, আল্ট্রাসনোগ্রাম সহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শুরু করে মেডিকেল ক্যাম্পের ১০ দিন আগে থেকে অর্থাৎ ১১ থেকে ২০ ফ্রেব্রুয়ারি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম, অতিরিক্ত সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, খোন্দকার মোস্তান হোসেন, সাবেক অতিরিক্ত সচিব, রোকেয়া ইসলাম, চেয়ারম্যান, প্রশিকা (মানবিক উন্নয়ন কেন্দ্র), শাহ সানাউল হক, বিশিষ্ট লেখক, গবেষক ও সাবেক যুগ্ম সচিব, মোহাম্মদ আওলাদ হোসেন, উপসচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় মো. আমিমুল এহসান কবির, পরিচালক, পরিবহন অডিট অধিদপ্তর, মোঃ আবদুল্লাহ আল রনী, উপজেলা নির্বাহী অফিসার, সখিপুর উপজেলা, টাঙ্গাইল, সিরাজুল ইসলাম, প্রধান নিবাহী কর্মকর্তা, প্রশিকা (মানবিক উন্নয়ন কেন্দ্র), নূর কামরুন নাহার, ডিজিএম, ডিপিডিসি এ সেমিনার এ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, ক্যাম্পস-এর নির্বাহী পরিচালক জনাব রেজওয়ান সালেহীন, অধ্যাপক ডঃ বিনয় বর্মন, গবেষক, কবি, অনুবাদক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ডা. মো. রস্থল আমিন মুকুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সখিপুর উপজেলা, মো. জাকির হোসেন, অফিসার ইনচার্জ, সখিপুর থানা, টাঙ্গাইল, নাসরিন বেগম, কবি ও সাহিত্যিক, প্রতিষ্ঠাতাসহ-সভাপতি, ক্যাম্পস, মুহাম্মদ আমিন শরীফ, উপসচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয় ও রেজওয়ান সালেহীন, নির্বাহী পরিচালক, ক্যাম্পস।

এদিকে, ২১শে ফেব্রুয়ারি রাজধানীর বিভিন্ন হাসপাতাল থেকে আগত বিশেষজ্ঞসহ প্রায় অর্ধশতাধিক চিকিৎসক, দিনব্যাপী রোগীদের দেখেন ও বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ প্রদান করেন। এছাড়াও ২৫০ এর অধিক চক্ষু রোগীদের বিনামূল্যে চোখের ছানী অপারেশন ও লেন্স প্রতিস্থাপনের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়ফ্রী মেডিকেল ক্যাম্প এর পাশাপাশি "স্বাস্থ্য সুরক্ষায় সুস্থ্য জীবনধারা" শীর্ষক একটি মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও কাম্পস এর প্রকাশনা 'প্রয়ান-২১ এর মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শওকত আলী খান, ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা, সোনালী ব্যাংক পিএলসি। সভায় প্রধান অতিথি বলেন, এরূপ মানবিক আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবিদারসমাজের প্রত্যেকে ক্যাম্পস এর মতো মানবিক কর্মকান্ডে নিজেদের সাধ্যমতো অবদান রাখা উচিত। তিনি আরো বলেন, একটি স্বেছাসেবি সংস্থা হিসেবে ক্যাম্পস দীর্ঘ একুশ বছর এই সেবা দিয়ে যাচ্ছে কিন্তু এধরনের মানবিক কাজ।

চলমান রাখতে বিভিন্ন বিত্তবান মানুষ বা প্রতিষ্ঠান এর সহযোগিতা খুব দরকার, তিনি এ বিষয়ে ভূমিকা রাখার আশ্বাস দেন এবং অন্যদের এগিয়ে আসার আহ্বান জানান। আলোচনা সভায় কিডনি বিষয়ের উপর মূল প্রবন্ধ-উপস্থাপন করেন ক্যাম্পস এর সভাপতি দেশের বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ এম এ সামাদ।

তিনি বলেন, কিডনি রোগের প্রকোপ দিনদিন বেড়েই চলছে। আমাদের মত উন্নয়নশীল দেশে কিডনি রোগের হার উন্নত দেশের চেয়ে বেশী বাংলাদেশে প্রায় ৩ কোটি ৮০ লক্ষ্য লোক কোন না কোন কিডনি রোগে আক্রান্ত। কিডনি বিকল রোগের চিকিৎসা ব্যয় এত বেশি যে, আমাদের মত দেশের শতকরা দশ ভাগ লোক তা বহন করতে পারেনা। অথচ সবাই যদি স্বাস্থ্য সচেতন হয় এবং সুস্থ্য জীবনধারা চর্চা করে তবে ৬০ থেকে ৭০ ভাগ ক্ষেত্রে কিডনি বিকল প্রতিরোধ করা যায়। 

শিহাব

×