ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

আর মরণব্যাধি নয় এইচআইভি!

প্রকাশিত: ২১:৪৯, ২০ ফেব্রুয়ারি ২০২৫

আর মরণব্যাধি নয় এইচআইভি!

ছবি: সংগৃহীত

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্য অনুযায়ী, এইচআইভি মহামারী শুরুর পর থেকে এখন পর্যন্ত ৪২.৩ মিলিয়ন মানুষ এইডসজনিত জটিলতায় মারা গেছেন। তবে আধুনিক চিকিৎসাবিজ্ঞান এই ভাইরাসের সবচেয়ে ভয়াবহ পরিণতি রোধ করতে সক্ষম হয়েছে।

১৯৯৬ সালে এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের গড় আয়ু ছিল মাত্র ৩৯ বছর। ২০১১ সালে তা বেড়ে ৭২-তে পৌঁছায়, যা এইচআইভি মুক্ত ব্যক্তিদের গড় আয়ুর সমান। বর্তমানে যারা নিয়মিত চিকিৎসা গ্রহণ করেন, তারা সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন এবং তাদের আয়ু এইচআইভি মুক্ত ব্যক্তিদের মতোই দীর্ঘ হতে পারে।

ওয়াশিংটনের হুইটম্যান-ওয়াকার হেলথের চিফ মেডিকেল অফিসার ডা. রে মার্টিনস বলেন, “এটি বোঝায় যে, আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন এবং একজন এইচআইভি মুক্ত ব্যক্তির মতোই দীর্ঘ আয়ু পাবেন।”

এই সাফল্যের মূল চাবিকাঠি হলো অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি (ART), যা এইচআইভিকে একটি প্রাণঘাতী সংক্রমণ থেকে নিয়ন্ত্রিত দীর্ঘমেয়াদী রোগে পরিণত করেছে। এই থেরাপি রক্তে ভাইরাসের পরিমাণ এতটাই কমিয়ে আনতে পারে যে, এটি শনাক্ত করা যায় না এবং যৌন সম্পর্কের মাধ্যমেও সংক্রমিত হয় না।

তবে, এখনও বহু মানুষ এই চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত। এটি একটি রাজনৈতিক ও সামাজিক সমস্যা, যা শুধুমাত্র চিকিৎসাবিজ্ঞানের মাধ্যমে সমাধান করা সম্ভব নয়। বিজ্ঞানীরা তাদের সর্বোচ্চটা দিয়েছেন; এখন দায়িত্ব ক্ষমতাধারীদের, যাতে সবাই চিকিৎসা সেবার সমান সুযোগ পান।

সূত্র: সিএনএন

এম.কে.

×