ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

গর্ভাবস্থায় নারীদের মস্তিষ্কের আকার হ্রাস পায়!

প্রকাশিত: ১৯:২৬, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

গর্ভাবস্থায় নারীদের মস্তিষ্কের আকার হ্রাস পায়!

ছবি: সংগৃহীত

গবেষণায় দেখা গেছে, গর্ভাবস্থায় নারীদের মস্তিষ্কের আকার সাময়িকভাবে কমে যায়। এতে অনেক সময় স্মৃতিশক্তি সামান্য দুর্বল হতে পারে, যেমন শেখা তালিকার জিনিস মনে রাখা বা ভবিষ্যতে করার কাজ ভুলে যাওয়া। তবে এই পরিবর্তনই মায়েদের সন্তানের প্রতি আরও সংবেদনশীল করে তোলে এবং তাদের আবেগগত সংযোগকে শক্তিশালী করে।

নেচার নিউরোসায়েন্স-এ প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, গর্ভাবস্থায় নারীদের মস্তিষ্কের গ্রে ম্যাটারের পরিমাণ কমে যায়, বিশেষ করে সামাজিক উপলব্ধি ও সম্পর্ক গঠনের সঙ্গে জড়িত অংশে। তবে এই পরিবর্তন মায়েদের সন্তানের অঙ্গভঙ্গি ও অনুভূতি আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে।

গবেষকরা এমআরআই স্ক্যান ব্যবহার করে দেখেছেন, সন্তান জন্মের পর মস্তিষ্কের আকার ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসে, সাধারণত ছয় মাসের মধ্যে। তবে এই পরিবর্তনের সময় নিউরনের সংখ্যা কমে না, বরং সেগুলোর আকার সামান্য হ্রাস পায়।

এই পরিবর্তনের ফলে মায়েরা তাদের শিশুর অবচেতন সংকেতগুলো দ্রুত বুঝতে পারেন, বিপদের সম্ভাবনা শনাক্ত করতে সক্ষম হন এবং সন্তানের প্রতি আবেগিক বন্ধন আরও দৃঢ় হয়।

এই গবেষণা দু’টি আমেরিকান জার্নাল অফ নিউরোরেডিওলজি এবং নেচার নিউরোসায়েন্স-এ প্রকাশিত হয়েছে। প্রথম গবেষণার শিরোনাম ছিল "গর্ভাবস্থায় ও প্রসবের পর মস্তিষ্কের আকারের পরিবর্তন: সুস্থ ও প্রি-এক্লাম্পসিয়ায় আক্রান্ত নারীদের ওপর গবেষণা" এবং দ্বিতীয়টির শিরোনাম "গর্ভাবস্থা মানব মস্তিষ্কের গঠনে দীর্ঘস্থায়ী পরিবর্তন ঘটায়"।

এম.কে.

×