ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

রেড ক্রিসেন্টের উদ্যোগে সহস্রাধিক রোগীর ফ্রি চিকিৎসা সেবা

সোহাইল আহ‌মেদ, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবা‌ড়িয়া) সংবাদদাতা

প্রকাশিত: ২১:৪২, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

রেড ক্রিসেন্টের উদ্যোগে সহস্রাধিক রোগীর ফ্রি চিকিৎসা সেবা


ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বাঞ্ছারামপুর উপজেলা টিমের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।  রবিবার  (১৬ ফেব্রুয়া‌রি) সকাল ১০টা থে‌কে দিনব‌্যাপী উপজেলার দুলারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ ও বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করা হয়।বাঞ্ছারামপুর উপজেলা যুব রেড ক্রিসেন্টের দলনেতা  মো. রাসেল মিয়া‌র সঞ্চলনায় সভাপতিত্ব ক‌রেন ইমন হাসান । 

উদ্বোধন ক‌রেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা, প্রধান অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন ঢাকাস্থ  বাঞ্ছারামপুর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক  মেজর এসএম সাইদুল ইসলাম (অব.), পিএসসি, গেস্ট অব অনার হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও বাঞ্ছারামপুর উপ‌জেলা কল‌্যাণ স‌ি‌মি‌তির দপ্তর সম্পাদক  মীর আব্দুল হালিম।

বিশেষ অতিথি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক  আজিজুল হক খোকা,কল্যাণ সমিতির সহ প্রচার সম্পাদক ও বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সহসভাপতি ফয়সল আহমেদ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম ফারুক,হাজী শমসের আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো.মজিবুর রহমান,মাহবুবুর রহমান মে‌মো‌রিয়াল হাসপাতাল এন্ড না‌র্সিং ক‌লে‌জের চেয়ার‌ম‌্যান ইঞ্জি‌নিয়ার মো: স‌ফিকুর রহমান, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো. নাসির আহমেদ প্রমুখ।

কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মেজর সাইদ বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। দুর্যোগ, সংকট ও জরুরি মুহূর্তে প্রশিক্ষিত দক্ষ স্বেচ্ছাসেবকদের মাধ্যমে আক্রান্ত জনগোষ্ঠীর পাশে সব সময় দাঁড়িয়েছে।
তবে,এখন থেকে কল্যাণ সমিতি সর্বদা বাঞ্ছারামপুরবাসীর মা,শিশু,বৃদ্ধ ও অসহায়দের পাশে থেকে কাজ করে যাবে।
এতে উপজেলার প্রায় সহস্রাধিক  অসহায় ও দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, ওষুধ প্রদান ও স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

জনসেবামূলক এই উদ্যোগটি স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং সাধারণ জনগণের কাছ থেকে প্রশংসা অর্জন করে।

সোহাইল/সাজিদ

×