![বুকের ব্যথা মানেই হার্ট অ্যাটাক কীভাবে বুঝবেন? বুকের ব্যথা মানেই হার্ট অ্যাটাক কীভাবে বুঝবেন?](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/ee-61-2502110607.jpg)
ছবি সংগৃহীত
বুকের ব্যথা হলেই অনেকে আতঙ্কিত হয়ে পড়েন, মনে করেন এটি হার্ট অ্যাটাকের লক্ষণ। তবে সত্যিই কি সব ধরনের বুকের ব্যথা হার্ট অ্যাটাকের ইঙ্গিত দেয়? চলুন জেনে নেওয়া যাক কীভাবে বুঝবেন।
হার্ট অ্যাটাকের ব্যথার বৈশিষ্ট্য
স্থায়ী ব্যথা: সাধারণত কয়েক মিনিট থেকে আধা ঘণ্টা বা তার বেশি স্থায়ী হয়।
চাপ বা সংকোচন অনুভূতি: মনে হয় বুকের উপর ভারী কিছু চেপে বসেছে।
বাম হাতে ছড়িয়ে পড়া ব্যথা: ব্যথা অনেক সময় বাম হাত, পিঠ, গলা বা চোয়ালেও ছড়িয়ে পড়ে।
শ্বাসকষ্ট: বুকের ব্যথার সঙ্গে শ্বাস নিতে কষ্ট হলে সতর্ক হওয়া জরুরি।
ঠান্ডা ঘাম: অস্বাভাবিক ঘাম বা শরীর ঠান্ডা হয়ে আসতে পারে।
বমি বা মাথা ঘোরা: অনেকের বমি ভাব বা মাথা ঘোরা অনুভূত হয়।
যেসব ব্যথা হার্ট অ্যাটাক নয়
সুই ফোটার মতো ব্যথা: এটি সাধারণত গ্যাস বা পেশীর ব্যথার কারণে হয়।
কিছুক্ষণ পর ঠিক হয়ে যায়: হার্ট অ্যাটাকের ব্যথা স্বাভাবিকভাবে কমে না।
শরীর নড়াচড়া করলে বাড়ে বা কমে: পজিশন পরিবর্তন করলে ব্যথা কমে গেলে এটি হার্ট অ্যাটাক নয়, বরং মাংসপেশির সমস্যা হতে পারে।
গ্যাস্ট্রিকের কারণে ব্যথা: বুক জ্বালা বা খাবারের পর ব্যথা হলে এটি অ্যাসিডিটির লক্ষণ হতে পারে।
কখন চিকিৎসকের কাছে যাবেন?
ব্যথা যদি ৫ মিনিটের বেশি স্থায়ী হয়
হাত, চোয়াল বা পিঠে ছড়িয়ে পড়ে
প্রচণ্ড শ্বাসকষ্ট ও মাথা ঘোরা অনুভূত হয়
ঠান্ডা ঘাম ও বমি ভাব হয়
আশিক