ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

ডাবের পানির আশ্চর্য গুণ

প্রকাশিত: ১৭:২০, ৩ ফেব্রুয়ারি ২০২৫

ডাবের পানির আশ্চর্য গুণ

নারকেল বা ডাবের পানি আপনার ওজন কমাতে সাহায্য করে। কারণ নারিকেলের পানি অল্প ফ্যাট সমৃদ্ধ। পুরাতৃপ্তি  ঘটে অল্পতেই। খাদ্যের অতি চাহিদা রোধ করে।
* নারকেলের পানি ডায়াবেটিস রোধ করে
* নারকেলের পানি হজমকে বর্ধিত করে
* নারকেলের পানি বা ডাবের পানিতে এন্টি ভাইরাস ও এন্টি ফ্যাংগাস গুণাবলী আছে ফলে রোগ প্রতিরোধে সাহায্য করে।
* নারকেলের পানি আপনার শরীরের কোষগুলোতে উজ্জীবিত করে এবং পরিপাকতন্ত্রকে গতিময় করে।

×