ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

মুলা কেনো খাবেন? এর উপকারিতা কি?

প্রকাশিত: ০১:৩৫, ৩ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০১:৩৮, ৩ ফেব্রুয়ারি ২০২৫

মুলা কেনো খাবেন? এর উপকারিতা কি?

এটি একটি পূর্ণবয়স্ক হাতির দাঁত দেখে ভুল করবেন না। আমার হাতে হচ্ছে মুলা এই বিশাল মুলা। এর ওজন হচ্ছে দুই কেজি ২০০ গ্রাম। এত বড় মূলা আমি আগে কখনো দেখিনি নিশ্চয়ই আপনারা ও অবাক হচ্ছেন। মুলাকে অবজ্ঞা করার কিছু নাই এর রয়েছে অনেক স্বাস্থ্য গুণ। যাদের ডাইবেটিকস আছে অথবা ঘন ঘন জ্বর সর্দিতে আক্রান্ত,তাদের এ মুলা খাবার পরামর্শ দেওয়া হয়। আপনি জেনে অবাক হবেন আমাদের হৃদযন্ত্র ভালো রাখে মুরাল তরকারি। যাদের বদহজম আছে যেটাই খান সেটা দুর্গন্ধ সৃষ্টি করে। তারা সপ্তাহে দুদিন করে মুলার তরকারি খাবেন। বড় জাতের মূলাগুলো একটু বেশি সুস্বাদু এতে ঝাঁজ কম।

 

সূত্র: ভাসা মিডিয়া

সাজিদ

×