ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

শব্দ ও পানিতেই হবে ক্যান্সারের চিকিৎসা!

প্রকাশিত: ২২:২৫, ২ ফেব্রুয়ারি ২০২৫

শব্দ ও পানিতেই হবে ক্যান্সারের চিকিৎসা!

ছবি: সংগৃহীত

ক্যান্সার চিকিৎসায় এক বিপ্লবী পরিবর্তন আনতে যাচ্ছে হাইস্টোট্রিপসি প্রযুক্তি। অত্যাধুনিক এই পদ্ধতিতে ফোকাসড আল্ট্রাসাউন্ড তরঙ্গ ব্যবহার করে টিউমার ধ্বংস করা হয়, যা অস্ত্রোপচার ছাড়াই ক্যান্সার কোষ নির্মূল করতে সক্ষম। এই অভিনব চিকিৎসা পদ্ধতি ইতোমধ্যে চিকিৎসা বিজ্ঞানে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

যুক্তরাষ্ট্রের প্রভিডেন্স মিশন হাসপাতালের গবেষকদের প্রচেষ্টায় উন্নত এই প্রযুক্তিটি সম্প্রতি দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (FDA) কর্তৃক অনুমোদিত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, হাইস্টোট্রিপসি প্রচলিত রেডিয়েশন বা সার্জারির বিকল্প হিসেবে কার্যকর ভূমিকা রাখবে এবং এটি সম্পূর্ণ ব্যথামুক্ত চিকিৎসা পদ্ধতি।

এই পদ্ধতিতে কোনো কাটাছেঁড়া বা অস্ত্রোপচারের প্রয়োজন হয় না। বরং ডিগ্যাসড ওয়াটার (অক্সিজেনমুক্ত পানি) ব্যবহার করে আল্ট্রাসাউন্ড তরঙ্গ নির্দিষ্ট ক্যান্সার কোষের ওপর প্রয়োগ করা হয়, যা তাৎক্ষণিকভাবে টিউমার ধ্বংস করতে সক্ষম। আশ্চর্যের বিষয় হলো, আশপাশের সুস্থ কোষের ওপর এর কোনো ক্ষতিকর প্রভাব পড়ে না।

প্রাথমিক গবেষণায় দেখা গেছে, এই প্রযুক্তি শরীরের প্রাকৃতিক প্রতিরোধ ব্যবস্থাকেও উজ্জীবিত করতে পারে, যা ভবিষ্যতে ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।

হাইস্টোট্রিপসি প্রযুক্তির সফলতার অন্যতম উদাহরণ ক্রিস ডোনাল্ডসন, যিনি একসময় ক্যান্সারের জটিল পর্যায়ে ছিলেন। চোখের মেলানোমা তার লিভারে ছড়িয়ে পড়েছিল, ফলে তার চিকিৎসার সুযোগ সীমিত হয়ে পড়েছিল। কিন্তু এই নতুন প্রযুক্তির মাধ্যমে চিকিৎসা নেওয়ার পর তিনি এখন সম্পূর্ণ ক্যান্সারমুক্ত এবং সুস্থ জীবনযাপন করছেন।

বিশেষজ্ঞদের ধারণা, হাইস্টোট্রিপসি শুধু লিভার ক্যান্সারের চিকিৎসাতেই সীমাবদ্ধ থাকবে না, বরং ভবিষ্যতে থাইরয়েড, স্তন ক্যান্সারসহ অন্যান্য ধরনের ক্যান্সারের চিকিৎসায়ও ব্যবহৃত হতে পারে।

এই নতুন প্রযুক্তির সাফল্য ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। চিকিৎসা বিজ্ঞানের এই অভাবনীয় অগ্রগতি আগামী দিনে অসংখ্য মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সূত্র: প্রভিডেন্স

মেহেদী কাউসার

×