ছবিঃ সংগৃহীত
গর্ভবতী মায়ের ডেলিভারি কখনোই হাসপাতাল ছাড়া বাসা বা বাড়িতে দ্বাই কিংবা অদক্ষ লোক দিয়ে করানো উচিৎ নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে নবজাতক বাচ্চা জন্মের পর কোনো সাড়া দিচ্ছিলো না। পরবর্তীতে ডাক্তার প্রায় ৩-৪ মিনিট চেষ্টা করে তার দক্ষতা দিয়ে। এরপর শিশুটি কান্না শুরু করে।
ভিডিওটি দেখতে ক্লিক করুনঃ https://youtu.be/FWW82pDQSPE?si=b8lxDloX0C1XdsXM
রিফাত