ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

দীর্ঘদিন প্লাস্টিকের আসবাবপত্র ব্যবহারে বাড়ছে ক্যান্সারের ঝুঁকি!

প্রকাশিত: ১১:৪২, ২ ফেব্রুয়ারি ২০২৫

দীর্ঘদিন প্লাস্টিকের আসবাবপত্র ব্যবহারে বাড়ছে ক্যান্সারের ঝুঁকি!

ছবিঃ সংগৃহীত

প্লাস্টিকের মধ্যে বিসফেনল-এ (Bishphenol-A) এবং Phathalates এর মত ভয়ঙ্কর কেমিকেল থাকে৷ বিশ্বব্যাপী যে প্রতিষ্ঠানগুলো ক্যান্সার নিয়ে গবেষণা করে, তাদের অসংখ্য প্রতিষ্ঠান এরকম তথ্য দিয়েছে যে, যারা দীর্ঘদিন ধরে প্লাস্টিকের তৈরি আসবাবপত্র ব্যবহার করে- প্লেট, মগ, জগ, কাপ ইত্যাদি।

তাদের একটা সময় ক্যান্সারের ঝুঁকি অনেক বেড়ে যায়। তাদের শরীরের স্কিনেও অনেক সমস্যা দেখা যায়, যার জন্য প্লাস্টিকের আসবাবপত্র দায়ী। তার বলছে চেষ্টা করতে হবে যত কম ব্যবহার করা যায় প্লাস্টিকের জিনিস। এর বিকল্প হিসেবে কাঁচের বা স্টিলের জিনিস ব্যবহার করা যায়।

 

সূত্রঃ https://www.facebook.com/share/v/1ALgchtmze/

রিফাত

×