ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

তবে কি মেডিকেল টেস্টের যুগ শেষ?এআই দিয়ে কণ্ঠ শুনেই রোগ শনাক্ত!

প্রকাশিত: ০৯:১৭, ২ ফেব্রুয়ারি ২০২৫

তবে কি মেডিকেল টেস্টের যুগ শেষ?এআই দিয়ে কণ্ঠ শুনেই রোগ শনাক্ত!

শুনতে অবিশ্বাস্য লাগলেও এবার কেবল কণ্ঠ শুনেই রোগ নির্ণয় করা সম্ভব হবে! কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর এক অত্যাধুনিক সফটওয়্যার তৈরি হয়েছে, যা আপনার কণ্ঠ শুনেই বলে দিতে পারবে আপনি কোনও বিশেষ রোগে আক্রান্ত কিনা।

স্বাস্থ্য সেবায় এআই-এর ব্যবহার দিন দিন বাড়ছে। বিশেষ করে রোগ নির্ণয়, চিকিৎসা পরিকল্পনা এবং গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা বড় ভূমিকা রাখছে। এবার মার্কিন স্বাস্থ্য সংস্থা মায়ো ক্লিনিক এক অনন্য প্রযুক্তির পথ দেখিয়েছে, যা ডায়াবেটিস শনাক্ত করবে শুধু কণ্ঠ শুনে!

ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে শরীরের অন্যান্য রোগ সারানো কঠিন হয়ে যায়। এতদিন রোগ নির্ণয়ের জন্য ডিজিটাল কিট ছিল একমাত্র ভরসা। তবে মায়ো ক্লিনিক এখন কণ্ঠ বিশ্লেষণ করেই ডায়াবেটিস শনাক্ত করার প্রযুক্তি তৈরি করছে। এই এআই অ্যাপ ডায়াবেটিক ও নন-ডায়াবেটিক রোগীদের কণ্ঠ আলাদা করতে পারে।

গবেষণার অংশ হিসেবে ভারতে ২৬৭ জন রোগীর কণ্ঠ ১৪ দিন ধরে রেকর্ড করা হয়, দিনে ৬ বার করে নির্দিষ্ট বাক্য বলতে বলা হয়। মোট ১৮,৪০০ রেকর্ড বিশ্লেষণ করে দেখা যায়, কেবল কণ্ঠ শুনেই টাইপ-২ ডায়াবেটিস শনাক্ত করা সম্ভব!

এই প্রযুক্তি সফল হলে ডায়াবেটিস নির্ণয় আরও সহজ হবে। তবে নতুন প্রযুক্তি শুরুর দিকে ব্যয়বহুল থাকে, যা কেবল ধনীরা ব্যবহার করতে পারবে, ফলে স্বাস্থ্যসেবায় বৈষম্য বাড়তে পারে। অনেক প্রতিষ্ঠান এআই-ভিত্তিক সেবা দিতে দ্বিধাগ্রস্ত কারণ এটি সবার জন্য সহজলভ্য নয়। তবে বিশেষজ্ঞদের আশা, সময়ের সঙ্গে সঙ্গে এটি আরও উন্নত ও সাশ্রয়ী হয়ে উঠবে।

বৈপ্লবিক এই প্রযুক্তি যদি সফলভাবে বাস্তবায়িত হয়, তাহলে ভবিষ্যতে শুধু কণ্ঠ শুনেই আরও অনেক রোগ নির্ণয় করা সম্ভব হবে!

সূত্র: https://tinyurl.com/5e33xtxu 

 

আফরোজা

×