ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

লাল চন্দনের অসাধারণ কিছু গুণাগুণ

প্রকাশিত: ২০:০৭, ৩১ জানুয়ারি ২০২৫

লাল চন্দনের অসাধারণ কিছু গুণাগুণ

ছবিঃ সংগৃহীত

প্রকৃতির আশীর্বাদ লাল চন্দন ফল এখন আর আগের মতো দেখা যায় না। গ্রামবাংলার পথঘাটে, বাড়ির আঙিনায় একসময় এই ফলের গাছ দেখা গেলেও, কালের বিবর্তনে তা আজ প্রায় বিলুপ্তির পথে। তবে চিকিৎসাগত গুণাবলীর কারণে এখনও এর কদর রয়েছে ভেষজ চিকিৎসায়।

লাল চন্দন ফল দেখতে টকটকে লাল, যেন রক্তের মতো গাঢ় রঙের। প্রাচীনকালে এটি বিভিন্ন রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হতো। বিশেষ করে কোষ্ঠকাঠিন্য নিরাময়ে এটি বেশ কার্যকর। অনেকেই এটি এসিডিটির সমস্যার সমাধানেও ব্যবহার করে থাকেন। তবে সবচেয়ে জনপ্রিয় ব্যবহার হলো বাতের ব্যথা উপশমে। এই ফলের নির্যাস বা গুঁড়ো তৈরি করে ব্যথার স্থানে লাগালে আরাম পাওয়া যায়।

 

সূত্রঃ https://www.facebook.com/share/r/15fP8bwmDJ/

রিফাত

×