যে রোগে মৃত্যুর হার প্রায় ১০০%, সেটি হলো রেবিস বা হাইড্রোফোবিয়া। এটি একটি ভাইরাসজনিত রোগ, যা সাধারণত কুকুর, বিড়াল, প্রাণীর কামড় বা আঁচড়ে সংক্রমিত হয়। রেবিস ভাইরাস মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে।
একবার রোগের উপসর্গ প্রকাশ পেলে রোগীকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে যায়। তাই এটিকে "১০০% ফেটাল ডিজিজ" বলা হয়।
কিভাবে প্রতিরোধ করবেন?
কামড় বা আঁচড় লাগার সঙ্গে সঙ্গে ক্ষতস্থল সাবান ও পানি দিয়ে ভালোভাবে ধুতে হবে।
দ্রুত নিকটবর্তী হাসপাতালে গিয়ে রেবিস ভ্যাকসিন এবং রেবিস ইমিউনোগ্লোবুলিন (RIG) নিতে হবে।
কখনোই অপেক্ষা করবেন না বা উপেক্ষা করবেন না।
তাই, কুকুর বা বিড়াল কামড়ালে দ্রুত চিকিৎসা নেয়া জরুরি। সময়মতো ব্যবস্থা নিলে রেবিস প্রতিরোধ করা সম্ভব।
রাজু