ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

গ্যাস্ট্রিক থেকে মুক্তির ৫ টি ঘরোয়া উপায়

প্রকাশিত: ১১:০৩, ২৩ জানুয়ারি ২০২৫

গ্যাস্ট্রিক থেকে মুক্তির ৫ টি ঘরোয়া উপায়

ছবি:সংগৃহীত

 

অনেকদিন ধরে গলা এবং বুক জ্বালাপোড়া করা,পেটে অনেক গ্যাস বা পেট ফাঁপা লাগা,মুখে একটু টক টক লাগা, বমি বমি ভাব আসা এ সবই গ্যাস্ট্রিকের অন্যতম উপসর্গ। আর এসবের জন্য আমরা রেগুলার গ্যাসের ঔষধ খাই,কিন্তু ঔষধ ছাড়া কি গ্যাস্ট্রিক সারানো যাবেনা? কি করলে এ সমস্যা থেকে কি মুক্তি পাওয়া যায়।

এমন ৫ টা ঘরোয়া উপায় বলছেন,ডা: তাসনিম জারা এবং ডা:ইমা ইসলাম।

১.ঘুমানোর সময় বিছানায় মাথার দিকটা উঁচু করে ঘুমানো।

২.ভাজাপোড়া এবং অতিরিক্ত চা কফি এড়িয়ে চলা।

৩.ঘুম ও খাওয়ার মাঝে অধিক সময় রাখা।

৪.খাওয়ার পরিমান কমানো।

৫.শরীরে অতিরিক্ত ওজন ও গ্যাসের সমস্যা দেখা দিতে পারে,তাই ওজন কমানো।

সূত্র: https://www.youtube.com/watch?v=iQGd-XYFfoc

সাজিদ

×