ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

হার্ট অ্যাটাক ও স্ট্রোক এক নয়, পার্থক্য বুঝবেন যেভাবে

প্রকাশিত: ০৯:৫৮, ২২ জানুয়ারি ২০২৫

হার্ট অ্যাটাক ও স্ট্রোক এক নয়, পার্থক্য বুঝবেন যেভাবে

ছবি: সংগৃহীত

অনেকেই হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মধ্যে পার্থক্য বুঝতে পারেন না এবং একে একই ঘটনা বলে মনে করেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি সম্পূর্ণ ভুল ধারণা। কারণ, হার্ট অ্যাটাক ও স্ট্রোক একে অপরের থেকে আলাদা।

হার্ট অ্যাটাক কী?
হার্ট অ্যাটাক হলো হৃদপিণ্ডের সমস্যা। হৃদপিণ্ড শরীরের প্রতিটি অংশে রক্ত সরবরাহ করে। কিন্তু নিজেরও সঠিকভাবে কাজ করার জন্য রক্ত প্রয়োজন। কোনো কারণে যদি হৃদপিণ্ডে রক্তের সরবরাহ ব্যাহত হয়, তখন হৃদপিণ্ডের কিছু অংশ নষ্ট হতে শুরু করে বা মারা যায়। একে হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলা হয়। বর্তমানে এটি অ্যাকিউট করোনারি সিনড্রোম নামেও পরিচিত।

স্ট্রোক কী?
স্ট্রোক মস্তিষ্কের সমস্যা। মস্তিষ্ক তার সঠিক কাজ করার জন্য রক্তের উপর নির্ভরশীল। যদি মস্তিষ্কের কোনো অংশে রক্ত পৌঁছাতে না পারে, তবে সেই অংশ কাজ করা বন্ধ করে দেয়। এটি তখন ঘটে যখন মস্তিষ্কের কোনো রক্তনালীতে ব্লকেজ হয় বা ফেটে যায়। এর ফলে মস্তিষ্কের কোনো অংশে রক্ত পৌঁছায় না। এর পরিণতিতে শরীরের একপাশে প্যারালাইসিস বা অচলাবস্থা দেখা দিতে পারে।

হার্ট অ্যাটাকের লক্ষণ: বুকে ব্যথা বা অস্বস্তি, শ্বাসকষ্ট, হাত, পিঠ, ঘাড় বা পেটে ব্যথা, বমিভাব, ঠান্ডা ঘাম, মাথা ঘোরা বা হালকা হয়ে আসা।

স্ট্রোকের লক্ষণ: শরীরের একপাশে হঠাৎ অসাড়তা, একটি বা উভয় চোখে দেখার সমস্যা, আকস্মিক তীব্র মাথাব্যথা, কথা বলার বা বোঝার সমস্যা, ভারসাম্য হারানো বা হাঁটার সমস্যা।

হার্ট ও ব্রেন সুস্থ রাখতে সঠিক জীবনযাত্রা মেনে চলা, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখা জরুরি। সময়মতো চিকিৎসকের পরামর্শ গ্রহণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নাহিদা

×