ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নিজের চিকিৎসা নিজেই করলেন ডাক্তার

প্রকাশিত: ০০:০৯, ২২ জানুয়ারি ২০২৫

নিজের চিকিৎসা নিজেই করলেন ডাক্তার

নিজের চিকিৎসা নিজেই করলেন ডাক্তার

চিকিৎসকেরা রোগী দেখেন। তাদের সারিয়ে তোলেন। কিন্তু এবার চিকিৎসক নিজেই হলেন রোগী। আর নিজেই নিজেকে সারিয়ে তুললেন। এমনই এক চিকিৎসকের সন্ধান পাওয়া গেছে। জানা গেছে, চেন উই নং নামে ওই প্লাস্টিক সার্জন তাইওয়ানের বাসিন্দা। তিনি নিজেই ভ্যাসেক্টমি অপারেশন করলেন। শুধু তাই নয়, সেই অপারেশনের ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। কিছুক্ষণের মধ্যেই ভাইরাল ভিডিওটি। 
ওই চিকিৎসকের নিজেরই একটি ক্লিনিক রয়েছে তাইপাই সিটিতে। তিন সন্তান রয়েছে তার। তিনি জানিয়েছেন, তার স্ত্রী চান না তার আর সন্তান হোক। তাই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তিনি অপারেশনের পুরো প্রক্রিয়া ভিডিও করেন, এরপর তিনি সেটাকে ফেসবুকে পোস্ট করেন। তিনি জানান, অনেকেরই এই অপারেশনে ভয় থাকে। সেই ভয় কাটাতে তিনি সকলের সামনে ভিডিওটি এনেছেন। 
পুরো অপারেশন করার ১১টি ধাপ রয়েছে। প্রাথমিকভাবে অ্যানেস্থেশিয়া করার পর অপারেশন শুরু করা হয়। এই অপারেশন বেশ জটিল হলেও এটি করতে মোট সময় লেগেছে মাত্র ১৫ মিনিট। তিনি এদিন বলেন, মহিলাদের জন্য বন্ধ্যত্বকরণ প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং কষ্টসাধ্য। সেই তুলনায় পুরুষদের ক্ষেত্রে এই প্রক্রিয়া তুলনামূলকভাবে অনেক সহজ।

চিকিৎসকের আপলোড করা সেই ভিডিও এখনো পর্যন্ত ৪০ লাখেরও বেশি ভিউ হয়েছে। প্রচুর কমেন্টও পড়েছে সেখানে। কেউ কেউ সাধুবাদ জানালেও অনেকেরই দাবি, এটি করা নিরাপদ নয়। এ ছাড়া অনেকে এমনও বলেছেন, এই অপারেশন করানোর মাধ্যমে তিনি তার বউয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন।

তবে অনেকের আশঙ্কা, এ দেখে বাড়িতে কেউ নিজে করতে চাইলে আইনি ঝামেলায় পড়তে পারেন। চেন উই নং নামে ওই সার্জনের উপযুক্ত লাইসেন্স থাকায় এক্ষেত্রে কোনো আইনি জটিলতা তৈরি হয়নি।- সাউথ চায়না মর্নিং পোস্ট

×