সংগৃহীত ছবি
আমরা সবাই টাকা ব্যবহার করি। টাকা হাতে নিই, লেনদেন করি। তবে জানেন কি, টাকায় এক ধরনের কেমিক্যাল বিসফেনল-এ ব্যবহার করা হয়। এই কেমিক্যাল কোনভাবে শরীরে প্রবেশ করলে কয়েক ধরনের ক্যান্সার হতে পারে। শুধু তাই নয়, টাকা এক ধরনের জিন ক্যারি করে যা মানব শরীরে প্রবেশ করলে কোন অ্যান্টিবায়োটিক কাজ করবে না। বাংলাদেশের ৯০ ভাগের উপরে মানুষ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এর একটি কারণ হতে পারে টাকা।
টাকা হাতে ধরার পর অনেকে হাত পর্যন্ত ধোয় না। টাকা ধরার পর হাত না ধুয়ে নাক মুখে হাত দিলে জীবাণু শরীরে প্রবেশ করে। টাকায় ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এগুলো আছে যা জ্বর, সর্দি, কাশির মতো সাধারন রোগের কারণ।
কিন্তু গবেষণায় দেখা গেছে টাকা স্টেফাইলোকক্কাস ইকোলাই এর মত ব্যাকটেরিয়া বহন করে, যা কিডনিতে ইনফেকশন এমনকি কিডনি ফেইলার এর কারণ হতে পারে।
JF