স্ত্রীরোগ, প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ও সার্জন প্রফেসর ডা: শেখ জিন্নাত আরা নাসরীন
স্ত্রীরোগ, প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ও সার্জন প্রফেসর ডা: শেখ জিন্নাত আরা নাসরীন বলেন, বিভিন্ন কারণে গর্ভের সন্তান ত্রুটি যুক্ত হতে পারে। বংশগত কারণে শিশুর অনেক সময় জন্মগত ত্রুটি হতে পারে। যেটা আসলে কোন ডাক্তারের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব না।
তিনি আরোও বলেন, গর্ভের শিশু ত্রুটির কারণ পরিবেশগত ভাবে হতে পারে। তার মধ্যে হলো, কোন গর্ভবতী যদি হঠাৎ জ্বর আসে এবং তিনি যদি চিকিৎসা না নেন। তাহলে এই প্রচন্ড জ্বরে পেটে থাকা সেই শিশু হয় জন্মগত ত্রুটি হয়। সেক্ষেত্রে এ্যাবোরেশন করাতে হয়। কোন মহিলার যদি জ্বর আসে। তাহলে তাকে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। চিকিৎসা করলে এটি অবশ্যই সমস্যার সমাধান করতে হবে এবং হাম রোবেলা জ্বরসহ আরো অন্যান্য জ্বর আছে কি না দেখে নিতে হবে।
ডা: শেখ জিন্নাত আরা নাসরীন বলেন, কিছু কিছু মহিলাকে মেডিসিন খেতে হয়। কিন্তু এই মেডিসিন খাওয়া অবস্থায় বাচ্চা নিয়েছেন। কিন্তু ডাক্তার দেখাননি। তাহলেও কিন্তু সমস্যা হতে পারে। যেমন ঠোঁট কাটা, চোখে বা হার্টে সমস্যা হতে পারে। এই জন্য সবাইকে বলবো সন্তান নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে।
তিনি বলেন, গর্ভকালীন বান্ধব ঔষধ রয়েছে। আর কারো থাইরয়েড আছে কি না। সেটাও দেখতে হবে। আরেকটা বিষয় খুব গুরুত্ব বহন করে যেটা হচ্ছে ডায়াবেটিকস। বর্তমানে অনেকেই লেখাপড়া শেষ করতে একটু বয়স হয়ে যায়। তাদের ক্যারিয়ার করতে একটু সময় লাগে। যার ফলে বয়স হয়ে বাচ্চা নিতে গেলে একটু সমস্যা হয়। আর ডায়াবেটিকস নিয়ন্ত্রণ না করে বাচ্চা নিতে গেলে এই সমস্যাগুলো হতে পারে।
শহীদ