ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

ধন দৌলত আমানত, ওই টাকা কি আমার?

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৫:৫৭, ১৯ জানুয়ারি ২০২৫; আপডেট: ০৬:০০, ১৯ জানুয়ারি ২০২৫

ধন দৌলত আমানত, ওই টাকা কি আমার?

অধ্যাপক ডা. কামরুল ইসলাম

বিনায় টাকায় ১৫শ কিডনি প্রতিস্থাপনকারী অধ্যাপক ডা. কামরুল ইসলাম বলেন,  ধন দৌলত আমানত, টাকা কি আমার? কোন দিন যদি বেশি  টাকা আয় হয়। ঐ টাকা আমার না। এই টাকার মধ্যে সবার অধিকার আছে। ভালো কাজে ব্যয় করতে হবে।

আমার নবী হযরত মোহাম্মদ (সা:) কত কষ্ট করেছেন। তার সময় কি ফ্যান ছিল? নিশ্চয হাত পাখা ছিল। কাজেই আমিতো অনেক সুখে আছি। এসিরুমে বসে কাজ করি। আমি কয়েক মিনিটের মধ্যে একটা প্রেসক্রিপশনে লিখে যে টাকা নেই। কিন্তু একজন রিক্সাচালক সেই টাকা আয় করতে তার সারা দিন লেগে। আমি সব সময় এই ভাবে নিজেকে তুলনা করি।

তিনি আরোও বলেন, অনেকেই কোটি টাকা আয় করেন। ভালো গাড়িতে চড়েন। কিন্তু এই টাকা অবশ্যই ভালো কাজে ব্যয় করতে হবে। আমার পরিবার ও বাবা-মার কাছে থেকে কখনো কোন প্রেসার আসে নাই। কাজে আল্লাহ ভালো রাখছে।
 

শহীদ

×