ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটির ১ম সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০:৪৯, ১৮ জানুয়ারি ২০২৫

বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটির ১ম সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের কার্যনির্বাহী কমিটির প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কেক কেটে ২০২৫ সালকে স্বাগত জানানো হয় এবং নতুন বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।

সভায় ২০২৫ সালের জন্য সায়েন্টিফিক সেমিনার, পেশাগত প্রশিক্ষণ, জাতীয় দিবস উদযাপন, বিশেষ আলোচনা সভা এবং গেট টুগেদার আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এছাড়া সারাদেশের গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের নিয়ে একটি পুনর্মিলনী করার উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে দলমত ও রাজনীতির ঊর্ধ্বে থেকে সবাই অংশগ্রহণ করবেন।

নবীন গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের দক্ষতা বৃদ্ধি ও পেশাগত মানোন্নয়নে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করেছে ফোরাম।

সভাপতি মোঃ আজিবুর রহমান জানান, হাসপাতাল ফার্মেসি ও ক্লিনিক্যাল ফার্মেসি চালুর বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে। এ দাবির গুরুত্ব বোঝাতে তারা সফল হয়েছেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভায় সভাপতিত্ব করেন মোঃ আজিবুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান তানভীর।

এতে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ আনোয়ার মাজিদ তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এম.কে.

×