গর্ভধারণ। প্রতীকী ছবি।
৩০ বছর বয়সের পর থেকে মেয়েদের গর্ভধারণের ক্ষমকা কমতে থাকে। সেটা পরিবেশগত কারণে হোক, জীনগত কারণে হোক, ডিম্বাশয়ের গুনগত সহ যেকোনো কারণেই হোক গর্ভধারণের ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে।
৩৫-এর পর থেকে সেটা বেশ কমে যায়। আর ৪০ এর পর থেকে আমরা বলবো খুবই কম। ডিমের পরিমাণের সঙ্গে কোয়ালিটিও কমে যায়। এ সময়ে শরীরে হরমনের পরিবর্তন চলে আসে। যে হরমনকে আমরা রিপ্রোডাকটিভ হরমন বলি, যেগুলো প্রজননে সাহায্য করে সেই হরমন পরিবর্তন হয়ে যায়। যেটা দরকার সেটা কমে যায়, আর যেটা দরকার না সেটা বেড়ে যায়।
৪০ এর পর থেকে ত্রুটি সম্পন্ন বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে। তাই যাদের বিয়ে হয়েছে তাদের ৩৫ এর আগেই গর্ভধারণ করা উচিৎ।
সূত্র: https://www.facebook.com/reel/976935514253531
এম হাসান